Dol 2023 pet safety tips: দোলের দিন আমরা সবাই রঙের খেলায় মেতে উঠি। এই দিন পোষ্যকে রং মাখানো একেবারেই ওদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আপনার পোষ্যের সঙ্গে এমন হলে কী করবেন জেনে রাখা ভালো।
1/6দোলের দিন আমরা সবাই রঙের খেলায় মেতে উঠি। এই দিন হইহুল্লোড় করতে করতে অনেকে কিছু ভুলও করে ফেলেন। তার মধ্যে অন্যতম হল পোষ্যকে রং মাখানো। পোষ্যকে রং মাখানো একেবারেই ওদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আপনার পোষ্যের সঙ্গে এমন হলে কী করবেন জেনে রাখা ভালো।
2/6সচেতন করুন: আপনার এলাকায় এই নিয়ে সচেতনতা প্রচার করা জরুরি। পোষ্যদের গায়ে রং মাখানো উচিত নয়। রং মাখালে কী ক্ষতি হয় ওদের, সে কথাও জানান। এতে অনেকটাই কাজ হবে।