বাংলা নিউজ > টুকিটাকি > National Tourism Day 2024: বিশ্ব নয় আজ জাতীয় পর্যটন দিবস! কেন পালন করা হয় জানেন

National Tourism Day 2024: বিশ্ব নয় আজ জাতীয় পর্যটন দিবস! কেন পালন করা হয় জানেন

Seppa, East Kameng, Arunachal Pradesh (Oshan Lepcha, ACT Coordinator, Siliguri)

কিছু রাজ্য বরফের চাদরে ঢাকা তো কিছু রাজ্য ঘন সবুজ অরণ্যে। কিছু রাজ্য হ্রদ, নদ-নদীর প্রাচুর্য, কোথাও রয়েছে সমুদ্র অথবা জলপ্রপাত, কোনও রাজ্যের অধিকাংশই মরু অঞ্চল। তাছাড়া পার্থক্য আছে ইতিহাসে, ধর্মীয় বিভিন্নতায়। 'ভারত' এইসবটা মিলিয়েই। আজ

যেখানে রয়েছে বিভিন্ন সংস্কৃতি, ভাষা, উপভাষা, ঐতিহ্য, খাদ্যাভাস, ভৌগলিক অবস্থান, ইতিহাস এবং ধর্মীয় বিশ্বাস। যার ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রত্যেকটিরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কিছু রাজ্য বরফের চাদরে ঢাকা তো কিছু রাজ্য ঘন সবুজ অরণ্যে। কিছু রাজ্য হ্রদ, নদ-নদীর প্রাচুর্য, কোথাও রয়েছে সমুদ্র অথবা জলপ্রপাত, কোনও রাজ্যের অধিকাংশই মরু অঞ্চল। তাছাড়া পার্থক্য আছে ইতিহাসে, ধর্মীয় বিভিন্নতায়। এমনই ‘বিবিধের মাঝে মিলন মহান ’ ক্ষেত্র হল আমাদের দেশ ‘ভারত’। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈনসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে।

সেই দেশে আজ পালিত হল জাতীয় পর্যটন দিবস। ১৯৪৮ সালে প্রথমবার এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে প্রতি বছর ২৫ জানুয়ারি জাতীয় পর্যটন দিবস (National Tourism Day) পালন করা হয়। পর্যটন শিল্পকে উন্নত করতে, এবং পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে প্রতি বছর পর্যটন দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর দেশ-বিদেশ থেকে লাখ লাখ মানুষ ভারতে বেড়াতে আসেন। দেশের জিডিপি বৃদ্ধিতে পর্যটন বিশেষ ভূমিকা পালন করে। এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে এই দিবসটি উদযাপন শুরু হয়।

ব্যস্ত জীবনের চাপে অনেকেই দু'দণ্ড অবসর পেলেই ঘর থেকে বেরিয়ে পড়েন। স্বদেশেই অজানা অচেনা জায়গা রয়েছে, যা দেখার জন্য সারা জীবন যথেষ্ট নয়। জাতীয় পর্যটন দিবস পালনের উদ্দেশ্য হলো বিশ্বের কাছে দেশের পর্যটন কেন্দ্রগুলোকে পরিচিত করা। ভারতের বেশকিছু অঞ্চলের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটন শিল্পের প্রসার ঘটলে দেশের অর্থনীতির পাশাপাশি এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন।

এবিষয়ে হিমালয়ান হসপিটালিটি অ্যাণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (HHTDN) সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, পর্যটনের গুরুত্ব উপলব্ধি করে ভারতে গঠন করা হয়েছে পর্যটন ট্রাফিক কমিটি। কমিটি গঠন হওয়ার তিন বছরের মধ্যে চেন্নাই এবং কলকাতাতে তৈরি করা হয় আঞ্চলিক কার্যালয়। পরবর্তীকালে দিল্লি, মুম্বই এবং কলকাতাতে বানানো হয় পর্যটন অফিস। পর্যটন এবং যোগাযোগ মন্ত্রীর নেতৃত্বে পালিত হয় পর্যটন দিবস। তিনি বলেন, ‘ভারত স্বাধীন হওয়ার পরের বছর অর্থাৎ ১৯৪৮ সাল থেকে এই জাতীয় পর্যটন দিবস পালন করা শুরু হয়। ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে পর্যটনের গুরুত্ব বোঝানোর জন্যই পালন করা হয় এই দিনটি। আমরা দিনটির গুরুত্ব ও ভবিষ্যত নিয়ে যথেষ্ট আশাবাদী। কারণ সাধারণ মানুষ পর্যটনকে এখন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।’

অন্যদিকে, অ্যাসোসিয়েশন ফর কনজার্ভেশন অ্যান্ড ট্যুরিজমের (ACT - অ্যাক্ট) কো-অর্ডিনেটর ওসান লেপচার কথায়, ইউএনডাবলুটিও'র তরফে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবসের যে গুরুত্ব রয়েছে, তার চাইতে কম নয় আজকের এই দিনটি। তিনি বলেন, ‘ভারত এমন একটি দেশ যেখানে বিভিন্ন সংস্কৃতি, ভাষা, উপভাষা এবং ঐতিহ্য রয়েছে। এমনকি তারতম্যও রয়েছে খাদ্যাভাসে। ভৌগলিক অবস্থানও বিভিন্ন। কিছু রাজ্য বরফের চাদরে ঢাকা তো কিছু রাজ্য ঘন সবুজ অরণ্যে। কিছু রাজ্য হ্রদ, নদ-নদীর প্রাচুর্য, কোথাও রয়েছে সমুদ্র অথবা জলপ্রপাত, কোনও রাজ্যের অধিকাংশই মরু অঞ্চল। তাছাড়া পার্থক্য আছে ইতিহাসে, ধর্মীয় বিভিন্নতায়। যা সবসময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ফলে পর্যটন দিবস পালিত হয় দুবার। একবার জাতীয় স্তরে আর একবার আন্তর্জাতিক স্তরে। বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর আর জাতীয় পর্যটন দিবস পালন করা হয় ২৫ জানুয়ারি। যার মূল লক্ষ্যই হল কিন্তু সাসটেনেবল জার্নি, টাইমলেস মেমোরিজ। এবং এই বিষয়ের ওপরই এবারের জাতীয় পর্যটন দিবসের থিম।’ তিনি আরও বলেন, ‘কোভিডের পর মানুষ ভীষণ ভাবে সচেতন হয়ে পড়েছে। রাজ্য সরকারের কাছে অনুরোধ যে তাঁরা এবার অন্তত স্থানীয় পর্যটনে আরও বেশি করে পর্যটকদের নজরে আনুক। বলতে কোথাও দ্বিধা নেই, সরকার এই সময়ে দাঁড়িয়ে যথেষ্ট ভালো কাজ করছে। তবে প্রয়োজন আরও প্রচারের। এই পর্যটনের সঙ্গে জড়িত বিভিন্ন যে কর্মসংস্থানগুলি রয়েছে তার আরও প্রমোশন করতে হবে। সাধারণের কাছে পৌঁছে যেতে হবে। তবেই এইদিনটি উদযাপনের লক্ষ্য সাফল্যমণ্ডিত হবে।’

<p>Lakhimpur, Assam </p>

Lakhimpur, Assam 

(Oshan Lepcha, ACT Coordinator, Siliguri)

তবে এই দিনটির সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও কোন থিম নিয়ে আজ এই দিনটি পালন হচ্ছে জানেন কী? না জানলে এই প্রতিবেদন আপনারই জন্য। আসুন জেনে নেওয়া যাক।

  • জাতীয় পর্যটন দিবসের ইতিহাস

১৯৪৮ সালে এই দিনটি উদযাপন শুরু হয়। পর্যটন কীভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তার গুরুত্ব অনুধাবন করেই প্রথম গঠন করা হয় পর্যটন ট্রাফিক কমিটি। ১৯৫১ সালে পর্যটন দিবসের আঞ্চলিক অফিস কলকাতা এবং চেন্নাইতে প্রতিষ্ঠিত হয়। এরপর দিল্লি, মুম্বই এবং কলকাতায় পর্যটন অফিস স্থাপিত হয়।

  • জাতীয় পর্যটন দিবসের থিম

প্রতি বছর জাতীয় পর্যটন দিবস একটি ভিন্ন থিম নিয়ে পালিত হয়। এ বছর পর্যটন দিবসের থিম ‘সাসটেনেবল জার্নি, টাইমলেস মেমোরিজ’ অর্থাৎ পর্যটকরা ভ্রমণের সঙ্গে সঙ্গেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করবেন।

সাসটেনেবল জার্নি - পৃথিবীর পরিবেশের উপর পর্যটনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এই প্রভাব কমাতে সাসটেনেবল ট্যুরিজম বা টেকসই পর্যটন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাসটেনেবল ট্যুরিজম হল এমন এক ধরনের পর্যটন যা পরিবেশ, স্থানীয় সংস্কৃতি এবং অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলে।

  • সাসটেনেবল ট্যুরিজমের কিছু মূলনীতি হল:

পরিবেশগতভাবে দায়িত্বশীল ভ্রমণ: পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমাতে সাসটেনেবল ট্যুরিজমে পরিবেশগতভাবে দায়িত্বশীল ভ্রমণের উপর জোর দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পরিবহন, খাবার, আবাসন এবং বিনোদনের ক্ষেত্রে পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণ করা।

স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা: সাসটেনেবল ট্যুরিজমে স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর জোর দেওয়া হয়। এর মধ্যে রয়েছে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানা এবং স্থানীয়দের সাথে যোগাযোগ করা।

স্থানীয় অর্থনীতির উন্নয়ন: সাসটেনেবল ট্যুরিজমে স্থানীয় অর্থনীতির উন্নয়নের উপর জোর দেওয়া হয়। এর মধ্যে রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কেনাকাটা করা এবং স্থানীয় খাবার খাওয়া।

  • সাসটেনেবল ট্যুরিজম নিম্নলিখিত সুবিধা প্রদান করে:

পরিবেশের সুরক্ষা: সাসটেনেবল ট্যুরিজম পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে।

স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ: সাসটেনেবল ট্যুরিজম স্থানীয় সংস্কৃতির সংরক্ষণে সাহায্য করে।

স্থানীয় অর্থনীতির উন্নয়ন: সাসটেনেবল ট্যুরিজম স্থানীয় অর্থনীতির উন্নয়নে সাহায্য করে।

  • টাইমলেস মেমোরিজ

ভ্রমণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভ্রমণের মাধ্যমে আমরা নতুন জায়গা, নতুন সংস্কৃতি এবং নতুন মানুষদের সাথে পরিচিত হই। এই অভিজ্ঞতাগুলি আমাদের জীবনের জন্য স্থায়ী স্মৃতি হয়ে থাকে।

ভ্রমণের মাধ্যমে আমরা যে টাইমলেস মেমোরিজ তৈরি করতে পারি তার মধ্যে রয়েছে:

প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হওয়া: প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হওয়া একটি অনন্য অভিজ্ঞতা। আমরা যখন কোনো সুন্দর সমুদ্র সৈকত, বরফের পর্বতমালা বা সবুজ অরণ্যের সামনে দাঁড়াই, তখন মনে হয় যেন আমরা সময়ের বাইরে চলে এসেছি। এই অভিজ্ঞতা আমাদের জীবনের জন্য স্থায়ী স্মৃতি হয়ে থাকে।

ঐতিহাসিক নিদর্শনগুলি দেখতে পাওয়া: ঐতিহাসিক নিদর্শনগুলি আমাদের অতীতের সাথে সংযুক্ত করে। আমরা যখন কোনো প্রাচীন দুর্গ, মসজিদ বা মন্দির দেখি, তখন আমরা সেই সময়ের মানুষদের জীবন সম্পর্কে জানতে পারি। এই অভিজ্ঞতা আমাদের জীবনের জন্য স্থায়ী স্মৃতি হয়ে থাকে।

স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হওয়া: স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হওয়া আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। আমরা যখন কোনো নতুন সংস্কৃতির সাথে পরিচিত হই, তখন আমরা নতুন কিছু শিখি এবং নতুন কিছু অনুভব করি। এই অভিজ্ঞতা আমাদের জীবনের জন্য স্থায়ী স্মৃতি হয়ে থাকে।

ভ্রমণ আমাদের জীবনকে সমৃদ্ধ করে তোলে। ভ্রমণের মাধ্যমে আমরা যে টাইমলেস মেমোরিজ তৈরি করি সেগুলি আমাদের জীবনের জন্য একটি মূল্যবান সম্পদ।

  • জাতীয় পর্যটন দিবসের গুরুত্ব

জাতীয় পর্যটন দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হল ভারতের পর্যটনস্থানগুলো শুধু দেশেই নয়, সারা বিশ্বে প্রচার করা। এর মাধ্যমে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব। এছাড়াও পর্যটন প্রতিটি দেশের জন্য কর্মসংস্থানের একটি বড় উৎস, তাই এই দিবসটি উদযাপনের অন্যতম উদ্দেশ্য হল কর্মসংস্থানের প্রচার করা।

টুকিটাকি খবর

Latest News

পরের মরশুম নিয়ে ক্লাবের সঙ্গে কথা চলছে-বাগান ছাড়ার জল্পনা ফুৎকারে ওড়ালেন হাবাস খেলতেই পারিনি- আক্ষেপ করলেন হাবাস, বাগানকে শিল্ড জয়ের কৃতিত্ব দিলেন মুম্বই কোচ নিজেদের সেরাটাই দিতে পারিনি- হারের পর অজুহাত নয়,ভুল স্বীকার কামিন্স-পেত্রাতোসদের মুসলিম পাখিকে ‘টাকা খাইয়ে’ দানব করলেন 'রাহুল',লাথি মারল SC-দের! BJP-র পোস্টে ঝড় '১০-ই জুন' বদলে যাচ্ছে সৌমিতৃষার কপাল! আদৃত-কৌশাম্বির বিয়ের মাঝে নতুন ছবির ঘোষণা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস, জয়রাম রমেশের মন্তব্য শোরগোল মোহনবাগানকে হারাতেই মাঝরাতে মুম্বইয়ের টিম হোটেলে মিষ্টি নিয়ে হাজির ইস্টবেঙ্গল! বারবার হচ্ছে মুড সুইং? মানসিক চাপ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ মাঝে মাঝে কিছু ভাবতে গিয়ে থমকে যান! সাবধান, সতর্ক হোন এখন থেকেই তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর

Latest IPL News

তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.