খুশির ইদ প্রায় চলে এসেছে। আর কয়েকটা দিন রোজা রাখার পরই ইদ পালন করবেন পশ্চিমবঙ্গ-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলাম ধর্মের মানুষরা। তারইমধ্য়ে এখন আবার খুব গরম পড়েছে। সেই গরমের মধ্যেই রোজা রাখছেন তাঁরা। ভোর থেকে উপবাস শুরু করছেন। বিকেলে ইফতার করে উপবাস ভাঙছেন। সেই পরিস্থিতিতে শনিবার (৬ এপ্রিল) মালদা, বহরমপুর-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কখন সেহরি এবং কখন ইফতার হবে, সেটার পুরো সময়সূচি দেখে নিন।
৬ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেহরির সময়
১) কলকাতা: ভোর ৪ টে ৭ মিনিট।
২) মালদা: ভোর ৪ টে ৫ মিনিট।
৩) ইসলামপুর: ভোর ৪ টে ৩ মিনিট।
৪) দার্জিলিং: ভোর ৪ টে ২ মিনিট।
৫) শিলিগুড়ি: ভোর ৪ টে ২ মিনিট।
৬) বহরমপুর: ভোর ৪ টে ৬ মিনিট।
৭) বালুরঘাট: ভোর ৪ টে ৩ মিনিট।
৮) রায়গঞ্জ: ভোর ৪ টে ৫ মিনিট।
৯) বেলদা: ভোর ৪ টে ১২ মিনিট।
১০) খড়্গপুর: ভোর ৪ টে ১২ মিনিট।
১১) কাঁথি: ভোর ৪ টে ১১ মিনিট।
১২) বোলপুর: ভোর ৪ টে ৯ মিনিট।
১৩) সিউড়ি: ভোর ৪ টে ৯ মিনিট।
১৪) বর্ধমান: ভোর ৪ টে ৯ মিনিট।
১৫) আসানসোল: ভোর ৪ টে ১২ মিনিট।
১৬) দুর্গাপুর: ভোর ৪ টে ১১ মিনিট।
১৭) কাটোয়া: ভোর ৪ টে ৭ মিনিট।
১৮) কালনা: ভোর ৪ টে ৭ মিনিট।
১৯) রানাঘাট: ভোর ৪ টে ৬ মিনিট।
২০) নদিয়া: ভোর ৪ টে ৬ মিনিট।
২১) বসিরহাট: ভোর ৪ টে ৫ মিনিট।
২২) বারাসত: ভোর ৪ টে ৭ মিনিট।
২৩) ডায়মন্ড হারবার: ভোর ৪ টে ৯ মিনিট।
৬ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ইফতারের সময়
১) কলকাতা: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
২) মালদা: বিকেল ৫ টা ৫৭ মিনিট।
৩) ইসলামপুর: বিকেল ৫ টা ৫৮ মিনিট।
৪) দার্জিলিং: বিকেল ৫ টা ৫৮ মিনিট।
৫) শিলিগুড়ি: বিকেল ৫ টা ৫৭ মিনিট।
৬) বহরমপুর: বিকেল ৫ টা ৫৬ মিনিট।
৭) বালুরঘাট: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
৮) রায়গঞ্জ: বিকেল ৫ টা ৫৮ মিনিট।
৯) বেলদা: বিকেল ৫ টা ৫৯ মিনিট।
১০) খড়্গপুর: বিকেল ৫ টা ৫৯ মিনিট।
১১) কাঁথি: বিকেল ৫ টা ৫৭ মিনিট।
১২) বোলপুর: বিকেল ৫ টা ৫৮ মিনিট।
১৩) সিউড়ি: বিকেল ৫ টা ৫৯ মিনিট।
১৪) বর্ধমান: বিকেল ৫ টা ৫৭ মিনিট।
১৫) আসানসোল: সন্ধ্যা ৬ টা ১ মিনিট।
১৬) দুর্গাপুর: বিকেল ৫ টা ৫৯ মিনিট।
১৭) কাটোয়া: বিকেল ৫ টা ৫৬ মিনিট।
১৮) কালনা: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
১৯) রানাঘাট: বিকেল ৫ টা ৫৪ মিনিট।
২০) নদিয়া: বিকেল ৫ টা ৫৫ মিনিট।
২১) বসিরহাট: বিকেল ৫ টা ৫৩ মিনিট।
২২) বারাসত: বিকেল ৫ টা ৫৪ মিনিট।
২৩) ডায়মন্ড হারবার: বিকেল ৫ টা ৫৫ মিনিট।