'এক হি তো দিল হ্যায়, কিনতে বার জিতোগে'- বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিয়ো দেখে এমনই বলছেন নেটিজেনরা। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে বিশাখাপত্তনমে কেকেআরের বিরুদ্ধে হারের পরে মাঠে বসে রিঙ্কু সিংয়ের কথা বলছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। সেইসময় হেঁটে তাঁদের দিকে আসতে থাকেন কেকেআরের সহ-মালিক শাহরুখ খান। বলিউড সুপারস্টারকে তাঁর দিকে আসতে দেখে উঠে দাঁড়াতে শুরু করেন পন্ত। আর সেটা দেখতে পেয়ে হাত দিয়ে 'বসে যা, বসে যা' বলতে থাকেন ‘কিং খান’। পন্ত অবশ্য বসেননি। তিনি উঠে পড়েন। আর শাহরুখ এসে তাঁকে জড়িয়ে ধরেন। প্রথমে ঘাড়ের কাছে দিয়ে কিছু বলতে থাকেন। তারপর ‘বাবা’ বা ‘বড় দাদা’-র মতো মাথায় হাত দিয়ে পন্তকে স্রেফ কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন শাহরুখ। তারপর ফের কিছু বলতে থাকেন ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে।
আর পন্তের প্রতি শাহরুখের সেই আচরণ দেখে আপ্লুত হয়ে গিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, 'কী অসাধারণ একটা মুহূর্ত। সত্যি বলছি, আমার চোখে জল চলে এসে গিয়েছিল। শাহরুখ খানকে আলিঙ্গন করতে উঠে দাঁড়াচ্ছিলেন। আর শাহরুখ তাঁকে বসতে বলছিলেন। আর তারপরে সেই আলিঙ্গন। একেবারে নিখাদ।' অপর এক নেটিজেন বলেন, ‘শাহরুখ খানের হৃদয়টা একেবারে নিখাদ।’
একইসুরে অপর একজন বলেন, 'এই ভিডিয়োটা বারবার দেখছি। কী দারুণ মুহূর্ত। শাহরুখ, আপনার হৃদয় কতটা বড়?' এক নেটিজেন আবার বলেন, ‘ঋষভ পন্তের প্রতি ওঁর ভালোবাসা এবং সম্মান দেখে চোখে জল চলে আসছে। একটাই তো হৃদয় খান সাব, কতবার জিতবেন।’ অন্যান্য নেটিজেনরাও পন্তের সঙ্গে শাহরুখের সেই আচরণে মুগ্ধ হয়ে গিয়েছেন। যে পন্ত ২০২২ সালের ৩০ ডিসেম্বরের সেই ভয়াবহ দুর্ঘটনার পরে আবার মাঠে ফিরেছেন। সেইসময় পন্তের পায়ের উপর মারাত্মক প্রভাব পড়েছিল।
সেই ধাক্কা কাটিয়ে পন্ত আবার পুরনো ছন্দে ফিরেছেন। উইকেটকিপিং করছেন। অধিনায়কত্ব করছেন দিল্লির। প্রথম দুটি ম্যাচে ক্রিজে জমে গিয়ে রান না পেলেও শেষ দুটি ম্যাচে সেই ট্রেডমার্ক পন্তকে দেখা গিয়েছে। এক হাতে ছক্কা হোক বা অবিশ্বাস্য শট হোক- ভারতের ‘স্পাইডারম্যান’-কে দেখে দুর্দান্ত ছন্দে লাগছে। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ বলে ৫১ রান করেছিলেন। আর কেকেআরের বিরুদ্ধে ২৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। সেই ইনিংসে একটি ‘নো-লুক’ ছক্কাও ছিল। তাঁকে পুরনো ছন্দে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। শাহরুখও ব্যতিক্রম ছিলেন না।
আরও পড়ুন: Sunil Narine records: গৌতির চালে KKR-র সর্বাধিক রানের মালিক নারিন! এই ৮৫-ই কেরিয়ারের সর্বোচ্চ স্কোর
তারইমধ্যে কেউ-কেউ আবার ওই ভিডিয়োয় শাহরুখের হেঁটে আসার ভঙ্গিমা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটিজেন বলেন, 'শাহরুখ খানের পায়ে চোট আছে? দেখে মনে হচ্ছে যে হাঁটার সময় কিছুটা অসুবিধা হচ্ছে।' তাতে এক নেটিজেন বলেন 'দীর্ঘদিন ধরেই হাঁটু নিয়ে ওঁর সমস্যা আছে। একাধিক অস্ত্রোপচার হয়েছে। কিন্তু প্রায়শই বেশি উত্তেজিত হয়ে পড়েন। আমার মনে হয়, সেটা করেই ফের ওঁর ফের হাঁটুতে লাগছিল।'