পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Who Declined Padma Awards: পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যের, এর আগে আর কারা ফিরিয়েছেন এই সম্মান
মঙ্গলবার, প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম-পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় পদ্মভূষণ প্রাপকদের তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। রাজনৈতিক আদর্শ এবং দলীয় নীতির কারণে তিনি এই পুরস্কার গ্রহণ করেননি।
একই দিনে জানা যায়, সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কাছেও পদ্মশ্রী পুরস্কার প্রদানের প্রস্তাব পৌঁছেছিল। কিন্তু তাঁরাও নিজ নিজ কারণ দেখিয়ে এই পুরস্কার ফিরিয়ে দেন।
তবে এর আগেও এমন উদাহরণ আছে। তেমনি কয়েক জন বিখ্যাত মানুষের নাম এবং সম্মান ফিরিয়ে দেওয়ার পিছনে তাঁদের যুক্তি দেখে নেওয়া যাক:
- গীতা মেহতা: ২০১৯ সালে তাঁকে পদ্মশ্রী দেওয়ার প্রস্তাব করা হয়। নবীন পট্টনায়কের বোন গীতাকে এই সম্মান দেওয়ার কথা হয়েছিল সাহিত্যে এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য। গীতি এই সম্মান প্রত্যাখ্যান করেন। সংবাদমাধ্যমকে গীতা জানিয়েছিলেন, তখন নির্বাচন আসন্ন, এই পুরস্কার পাওয়া সেই মুহূর্তে নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারত, তাই তিনি সম্মান ফিরিয়ে দেন। নাহলে তাঁর এবং সরকার— উভয়ের জন্য ওই সময়ে সম্মানটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারত বলেও জানিয়েছিলেন তিনি। তাঁর ইঙ্গিত ছিল, বিজেডি-কে পাশে পাওয়ার জন্য বিপেজি এই পুরস্কারের লোভ দেখাচ্ছিল।
- বীরেন্দ্র কাপুর: ইমারজেন্সির সময়ে এই সাংবাদিককে আটক করা হয়। ২০১৬ সালে তিনিও পদ্ম-সম্মান প্রত্যাখ্যান করেন। বলেছিলেন, ‘গত ৪০ বছরে কোনও সরকারের থেকে কোনও কিছু নিইনি। কোনও সরকারের থেকে কোনও কিছু নেওয়ায় আমি বিশ্বাস করি না।’
- এস জানকি: ২০১৩ সালে তিনি পদ্মভূষণ প্রত্যাক্যান করেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো তিনিও বলেছিলেন, সম্মানটি অনেক দেরি করে দেওয়ার কথা হচ্ছে। এই নামজাদা সঙ্গীতশিল্পীর পরিবারের তরফে বলা হয়, একমাত্র ভারতরত্ন সম্মানই গায়িকার প্রতি সুবিচার করতে পারে। তামিল, তেলুগু, কন্নর, মালায়লম এবং হিন্দি মিলিয়ে প্রায় ২০ হাজার গান গেয়েছেন এই শিল্পী।
- বাহুলেয়ান জেয়ামোহন: তামিলনাড়ুর লেখক এবংপরিচালকে ২০১৬ সালে পদ্মশ্রী ফিরিয়ে দেন। তিনি ফেসবুকে লেখেন, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল হতে পারবেন না তিনি। তাই এই সিদ্ধান্ত।