পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বোঝে না যে প্রতিটি কাজের জন্য আলাদা জায়গা আছে, যেটা ওই জায়গায় করা ভালো মনে হয়। অফিসের ভিতরে ক্রিকেট খেলা বা মেট্রোর ভিতরে নাচ করা অদ্ভুত কাজ, কিন্তু যখন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রবণতা শুরু হয়েছে, মানুষ এই ধরনের অদ্ভুত কাজ করতে দ্বিধা বোধ করেন না।
আজকাল একজন মহিলার একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, বাসে বসে তাঁকে এমন কাজ করতে দেখা গিয়েছে, যা সম্ভবত কেউ কখনও ভাবেনি, যার কারণে ওই মহিলাকে দেখে হতবাক হয়েছেন অনেকেই। তবে দেখে মনে হচ্ছে না ওই মহিলা শুধুমাত্র খ্যাতি লাভের জন্য এমন কিছু করছেন, তবে সত্যিটা কী ওই মহিলাই জানেন। আরও পড়ুন: আবার এক ফ্রেমে মাধুরী আর সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’ ফিরছে? সবার এটাই প্রশ্ন
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিডিয়োটি কলম্বিয়ার বোগোটা থেকে। ভিডিয়োতে একজন মহিলাকে ফোনে খুশি খুশি কথা বলতে দেখা যাচ্ছে। একই সঙ্গে বাসে বসেই পায়ে ওয়্যাক্স করছেন তিনি। ওয়াক্সিং এমন একটি পদ্ধতি যার মাধ্যমে শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করা হয়।
বাসে ওয়্যাক্স করছেন মহিলা
এই ভিডিয়োটি @aquilovisteprimero নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে ভিড় বাসে বহু মানুষের মধ্যে বসে আছেন ওই মহিলা। পাশেই বসে আছেন এক বৃদ্ধ। মহিলাটি পায়ে ওয়্যাক্সের স্ট্রিপগুলি আটকে রেখেছেন এবং তারপরে সেগুলি টেনে তুলছেন। ওদিকে ফোনে কথাও বলছেন। পাশে বসা লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে তাঁর দিকে।
ভিডিয়োটি ভাইরাল হচ্ছে
এই ভিডিয়োটি ১০ লাখের বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটিজেনের মন্তব্য, মনযোগ আকর্ষণের জন্য মেয়েটি এমন করছে। কারও মন্তব্য, তিনি একটি গাড়ি কিনতে চান, যেন গণপরিবহনে এমন দৃশ্য আর যেন দেখতে না হয়।