আবার এক ফ্রেমে মাধুরী আর সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’ ফিরছে? সবার এটাই প্রশ্ন
Updated: 26 Oct 2023, 01:09 PM IST Priyanka Bose 26 Oct 2023 প্রযোজক সুভাষ ঘাই, প্রযোজক সুভাষ ঘাই বিবাহবার্ষিকী, খলনায়ক কাস্ট, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অনুপম খের, Khalnayak cast reunitesপ্রযোজক সুভাষ ঘাই এবং তাঁর স্ত্রী মুক্তার বিবাহবার্ষিকী উদযাপন করতে একসঙ্গে জড়ো হয়েছিলেন ‘খলনায়ক’ ছবির কাস্ট মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং অনুপম খের।
পরবর্তী ফটো গ্যালারি