মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি রুরকির দুই গবেষক ছাত্রের। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে রুরকির পিরান কালিয়ার ধানৌরি গ্রামের কাছে। গরুর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে যায় তাদের বাইক। এর ফলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় দুজনের। মৃত দুই ছাত্রের নাম শশী গৌরব সিনহা (৩৩) এবং কমলেশ মীনা (৩৪)। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছে রুরকি আইআইটি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: তেজস্বী যাদবের কনভয় পথ দুর্ঘটনার কবলে, মৃত ১, আহত ৬ পুলিশকর্মী–সহ ১০
জানা গিয়েছে, শশী গৌরব বিহারের নালন্দার বাসিন্দা এবং কমলেশ রাজস্থানের নিমকা থানার বাসিন্দা। তারা আর্থ সায়েন্স বিভাগের গবেষক ছিলেন। দুজনেই হরিদ্বার থেকে বাইকে করে রুরকি আসছিলেন। তখন গাংনাহার খালের পাশ দিয়ে গ্রামের রাস্তা ধরে যাওয়ার সময় গরুর গাড়ির সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এরফলে দুজনেই বাইক থেকে ছিটকে পড়েন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে।পরে পুলিশ এসে তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খবর দেওয়া হয় দুই ছাত্রের পরিবারে। এই ঘটনায় তাদের পরিবারে শোকের ছায়া নেমেছে।
সিনিয়র সাব ইন্সপেক্টর আমির খান জানান, ঘটনায় গরুর গাড়ি চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রুরকি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। আইআইটি রুরকির মিডিয়া প্রধান সোনিকা শ্রীবাস্তব বলেছেন, পুরো আইআইটি রুরকি এই ঘটনায় গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে প্রতিষ্ঠানটি মৃত ছাত্রদের পরিবারের পাশে রয়েছে। এই তরুণ গবেষকদের হারানো শুধু তাদের পরিবারের জন্যই দুঃখজনক নয়, এতে প্রতিষ্ঠানের গভীর ক্ষতি হয়েছে। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই আইআইটি রুরকির বিটেকের তৃতীয় বর্ষের এক ছাত্রী আত্মঘাতী হয়েছিলেন। গত ১১ ফেব্রুয়ারি হস্টেলের ঘর ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। তিনি আইআইটি রুরকির বায়োসায়েন্সেস অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী ছিলেন। আর তারপর এদিন এই দুর্ঘটনা ঘটল।