রেকর্ড গড়ল ভারতের পেটেন্টের সংখ্যা। ২০২৩-২৩ অর্থবর্ষে পুরনো সব পরিসংখ্যানকে ছাপয়ে গেল এবারের পরিসংখ্যান। সম্প্রতি এমনটাই জানালেন কেন্দ্রের মন্ত্রী পীযূষ গোয়েল। ভারতীয় পেটেন্ট অফিস এই অর্থবছরে ১৫ নভেম্বর পর্যন্ত ৪১,০১০ টি পেটেন্ট মঞ্জু করেছে। এখনও পর্যন্ত একটা বছরে এটাই 'সর্বোচ্চ' সংখ্যা মঞ্জুর করা পেটেন্টের। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল একটি সম্প্রতি এমনটাই জানিয়েছেন। ২০১৩-১৪ অর্থবছরে ভারতীয় পেটেন্ট অফিসের তরফে ৪২২৭ টি পেটেন্ট মঞ্জুর করা হয়েছিল। ‘এটি একটি রেকর্ড। ২০২৩-২৪ সালে এ পর্যন্ত দেওয়া সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট।’
(আরও পড়ুন: বিছুটি পাতার চায়ের গুণে কবজায় থাকে সুগারও! কীভাবে বানাবেন জেনে নিন)
গত ১৬ নভেম্বর এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করেন। তার কথায়, এটি মোদী সরকারের কৃতিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী দৃষ্টিভঙ্গিতেই এটি সম্ভব হয়েছে বলে লেখেন পীযূষ গোয়েল। ওই দিনের পোস্টের সঙ্গে ছিল একটি বড় পোস্টারও। তাতে নরেন্দ্র মোদীর ছবি সমেত উদ্ভাবনী উৎপাদনের কথা লেখা থাকতে দেখা যায়। অন্যদিকে নরেন্দ্র মোদী সেই পোস্ট শেয়ারও করেন। তিনি লেখেন, এটি একটি ‘উল্লেখযোগ্য কীর্তি’।
(আরও পড়ুন: শীত পড়তেই বাড়বাড়ন্ত হয় হৃদরোগের! কেন? কী বলছে চিকিৎসাবিজ্ঞান)
নরেন্দ্র মোদীর কথায়, এটি একটি উদ্ভাবন-চালিত জ্ঞান অর্থনীতির দিকে ভারতের যাত্রা। তার একটি বড় মাইলফলক চিহ্নিত করছে। ‘ভারতের যুবকরা এই ধরনের পদক্ষেপের ফলে অনেকটাই সুবিধা পাবে। নিজের পোস্টে এমনটাই লেখেন দেশের প্রধানমন্ত্রী।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতে পেটেন্ট আবেদনের বৃদ্ধি একটি সুলক্ষণ। এতে যুবকদের ক্রমবর্ধমান উদ্ভাবনী উদ্যোগের ছবিই ফুটে উঠছে। তাঁর কথায়, আগামী দিনের ভবিষ্যতের জন্য একটি খুব ইতিবাচক লক্ষণ। অন্যদিকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে, ভারতীয়দের পেটেন্ট আবেদন ২০২২ সালে ৩১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা শীর্ষ ১০ দেশের মধ্যে এগিয়ে। অন্য কোনও দেশের তুলনায় ১১ বছরে ভারতের উন্নতি নজর কেড়েছে আন্তর্জাতিক মঞ্চেরও।