ভারতের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের লক্ষ্যে কেন্দ্র সরকারের স্বপ্নের প্রকল্প ‘পিএম শ্রী স্কুল’। সমগ্র দেশ জুড়ে একগুচ্ছ স্কুল তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। তবে এখনও পর্যন্ত বিহার, দিল্লি, কেরালা, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ছয়টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল এই ‘পিএম শ্রী স্কুল’ নিয়ে কোনও মউ স্বাক্ষর করেনি। অন্যদিকে পঞ্জাব সরকার কেন্দ্রীয় সরকারের সাথে স্বাক্ষরিত মউ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছে। তবে এখনও পর্যন্ত ২৯টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল মউ স্বাক্ষর করেছে।
বিদ্যালয়গুলির রূপান্তরের জন্যে বিভিন্ন রাজ্য থেকে পাওয়া আবেদনের সংখ্যা এবং রাজ্য সরকারগুলির কয়েকটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করার বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২২ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া (PM SHRI) নামে একটি নতুন কেন্দ্রীয় স্পনসর প্রকল্প অনুমোদন করেছে। এই স্কুলগুলির মাধ্যমে জাতীয় শিক্ষা নীতি ২০২২-এর প্রয়োগ সুনিশ্চিত করা হবে। পার্শ্ববর্তী বিদ্যালয়গুলিকেও পথ দেখানোর উদ্দেশে এই মডেল বিদ্যালয়গুলি স্থাপনের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। অন্নপূর্ণা দেবী, এ বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানান যে, কেন্দ্রীয় সরকার, রাজ্য বা স্থানীয় সংস্থাগুলির দ্বারা পরিচালিত স্কুলগুলির মধ্যে বিদ্যমান স্কুলগুলিকে রূপান্তর করে ৪,৫০০টিরও বেশি ‘পিএম শ্রী স্কুল’ স্থাপনের সংকল্প গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।
এখনও পর্যন্ত KVS/ NVS-এর সঙ্গে ২৯টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল মউ স্বাক্ষর করেছে। বিহার, দিল্লি, কেরালা, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ ভারত সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেনি। পঞ্জাব মূলত স্বাক্ষরিত মউ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার প্রস্তাব করেছে। এই বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষাব্যবস্থা নবরূপে সেজে উঠবে। রাজ্য সরকারগুলির সহযোগিতার এই কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আশাবাদী অন্নপূর্ণা দেবী। ঠিক কী কারণে ছয়টি রাজ্য এই মউ স্বাক্ষর করেনি, এই বিষয়ে জানা গেলেও রাজনৈতিক বিরোধের আভাস স্পষ্ট।