এখনও বুলেট ট্রেন চালু হয়নি ভারতে। তার আগেই উঠল চুরির অভিযোগ। হাইড্রা ক্রেনের সাতজন চালকের বিরুদ্ধে ডিজেল চুরির অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডরে তারা কাজ করতেন। ভাদোদারা শহরে পান্ডিয়া ব্রিজের কাছে তারা কাজ করতেন। আর সেখান থেকেই প্রায় ৪০০ লিটার ডিজেল তারা চুরি করেছে বলে অভিযোগ। সব মিলিয়ে তার দাম প্রায় ৩৬,০০০ টাকা। সেই পরিমাণ ডিজেল তারা চুরি করে বলে অভিযোগ। তবে তার মধ্য়ে বাংলার যুবকরাও রয়েছেন।
এই কাজের দায়িত্ব পেয়েছে লারসেন অ্যান্ড টুবরো। তারাই ওই কর্মীদের কাজে নিয়েছিল। তার মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সেই তালিকায় রয়েছে তিপু খান, ফারুক খান পাঠান, অভিষেক শুক্লা, নাজির খান, প্রদীপ কুমার রামপ্রসাদ বেলাভানিয়া। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা। হরে কৃষ্ণ রাম, দুলারে যাদব পশ্চিমবঙ্গের বাসিন্দা। মুকেশ যাদব বিহারের বাসিন্দা। ভোলা যাদব ভাদোদারার বাসিন্দা। তাদের গ্রেফতার করা হয়েছে।
তবে এই ধৃতদের মধ্য়ে বাংলারও দুজন রয়েছে। এদিকে ওই প্রকল্পে হাইড্রা ক্রেন ব্যবহার করা হচ্ছে। এগুলি ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু তেল ভরে দেয় লারসেন অ্যান্ড টুব্রো। কিন্তু তেল ফুরিয়ে যাচ্ছে বলে বার বার বলত ওই চালকরা।এনিয়ে সন্দেহ দানা বাঁধে। এক সপ্তাহ ধরে তাদের উপর নজর রাখছিল কর্তৃপক্ষ। এরপর তাদের ধরে ফেলা হয়।
সম্প্রতি দুজন চালক স্থানীয় এক গ্য়ারাজে সেই ক্রেন নিয়ে যায়। এরপর সেখানে হোস পাইপ দিয়ে তারা তেল বের করে ড্রামে নিয়ে নেয়। এরপরই এক আধিকারিক সেখানে যান। আর সেখানে গিয়ে ধরে ফেলেন তিনি। দেখা যায় ঘরের মধ্য়ে সারি সারি ড্রাম রয়েছে।
সব মিলিয়ে ৪০০ লিটার তেল তারা চুরি করে বলে অভিযোগ। সব মিলিয়ে ৩৬ হাজার টাকার তেল তারা চুরি করে নেয়। এরপর তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা পুলিশ খতিয়ে দেখছে।