বাংলা নিউজ > ঘরে বাইরে > Worm in the Eye: পর্দা ফুটো করে শিশুর চোখের মধ্যে ঢুকে গেল জ্যান্ত পোকা, ভেতরে কিলবিল করছে, চিকিৎসকরা বের করলেন কীভাবে?

Worm in the Eye: পর্দা ফুটো করে শিশুর চোখের মধ্যে ঢুকে গেল জ্যান্ত পোকা, ভেতরে কিলবিল করছে, চিকিৎসকরা বের করলেন কীভাবে?

চোখ। প্রতীকী ছবি। পিক্সাবে। 

চিকিৎসকরা দীর্ঘক্ষণ ধরে ওই শিশুটির চোখের মধ্যে থাকা পোকাটির উপর লক্ষ্য রাখছিলেন। ওপর থেকেও দেখা যায় চোখের ভেতর ছোট্ট পোকাটি নড়ছে চড়ছে।

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় তিন বছর বয়সি বাচ্চার চোখে ফুটো করে ঢুকে গিয়েছিল জ্যান্ত পোকা। এমনকী চোখের ওপরের স্তরে ফুটো করে পোকাটি ঢুকে যায়। প্রায় ২৪ ঘণ্টা চোখের ভেতরেই বেঁচে ছিল পোকাটি। এরপর বহু কষ্টে সেটিকে বের করেন চিকিৎসকরা। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে বিষয়টি জানা গিয়েছে।

চিকিৎসক গিরীশ চতুর্বেদী জানিয়েছেন, এই প্রথম দেখলাম কোনও পোকা চোখের ভেতর গিয়ে এতক্ষণ বেঁচে থাকতে পারে। ওই চিকিৎসকই চোখের ভেতর থেকে পোকাটি বের করেছেন।

কিন্তু কীভাবে বোঝা গেল যে শিশুর চোখের মধ্য়ে পোকা ঢুকে গিয়েছে?

তার পরিবারের লোকজন জানিয়েছেন, সকালবেলা দেখা যায় বাচ্চাটির চোখে জ্বালা করছে। সেটা ফুলে গিয়েছে। পরে জ্বালা বাড়তে থাকে। এরপর দেখা যায় বাচ্চাটির চোখের মধ্যে একটি পোকা রয়েছে। বাচ্চাটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ গিরীশ চতুর্বেদী সংবাদমাধ্য়মে জানিয়েছেন, পরীক্ষা করে দেখা যায় পোকাটি চোখের উপরের অংশ ফুটো করে ভেতরে ঢুকে গিয়েছে। বার বার সেটি সেই ফুটো দিয়ে বেরিয়েছে। আবার ঢুকেছে। এর জেরে শিশুটির যন্ত্রণাও ক্রমশ বেড়েছে।

চিকিৎসকের দাবি, অন্তত ২০,০০০ চোখের অপারেশন করেছি। কিন্তু এই প্রথম দেখলাম চোখের মধ্যে পোকা ঢুকে গেল। তবে ২৪ ঘণ্টা পর্যন্ত পোকাটি বেঁচে ছিল।

কীভাবে এটাকে বের করলেন চিকিৎসকরা?

প্রথমে চোখে স্যালাইন জল ও ওষুধ প্রয়োগ করা হয়। এরপর প্রায় ১৫ মিনিট অপেক্ষা করতে হয় কতক্ষণে সেটা আবার ফুটো দিয়ে বের হবে। এরপর সেটি বাইরে বের হতেই সেটাকে টেনে চোখ থেকে বের করা হয়।

তবে অত্যন্ত দক্ষতার সঙ্গে চিকিৎসকরা ওই শিশুটির চোখকে রক্ষা করেছেন। তবে ওই শিশুটির চোখে অত্যন্ত যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসকরা দীর্ঘক্ষণ ধরে ওই শিশুটির চোখের মধ্যে থাকা পোকাটির উপর লক্ষ্য রাখছিলেন। ওপর থেকেও দেখা যায় চোখের ভেতর ছোট্ট পোকাটি নড়ছে চড়ছে। এর জেরে যন্ত্রণায় চিৎকার করছিল শিশুটি। শেষ পর্যন্ত শিশুটি ভয়াবহ যন্ত্রণার হাত থেকে রক্ষা পায়। তবে অল্পের জন্য শিশুটি রক্ষা পেয়েছে। পোকাটি বের করে নেওয়ার পরে শিশুটির যন্ত্রণা কিছুটা কমেছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

পরের মরশুম নিয়ে ক্লাবের সঙ্গে কথা চলছে-বাগান ছাড়ার জল্পনা ফুৎকারে ওড়ালেন হাবাস খেলতেই পারিনি- আক্ষেপ করলেন হাবাস, বাগানকে শিল্ড জয়ের কৃতিত্ব দিলেন মুম্বই কোচ নিজেদের সেরাটাই দিতে পারিনি- হারের পর অজুহাত নয়,ভুল স্বীকার কামিন্স-পেত্রাতোসদের মুসলিম পাখিকে ‘টাকা খাইয়ে’ দানব করলেন 'রাহুল',লাথি মারল SC-দের! BJP-র পোস্টে ঝড় '১০-ই জুন' বদলে যাচ্ছে সৌমিতৃষার কপাল! আদৃত-কৌশাম্বির বিয়ের মাঝে নতুন ছবির ঘোষণা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস, জয়রাম রমেশের মন্তব্য শোরগোল মোহনবাগানকে হারাতেই মাঝরাতে মুম্বইয়ের টিম হোটেলে মিষ্টি নিয়ে হাজির ইস্টবেঙ্গল! বারবার হচ্ছে মুড সুইং? মানসিক চাপ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ মাঝে মাঝে কিছু ভাবতে গিয়ে থমকে যান! সাবধান, সতর্ক হোন এখন থেকেই তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর

Latest IPL News

তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.