বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani vs. Ambani: ফের মুখোমুখি আদানি-আম্বানি! নিলামের লড়াইয়ে জিতবেন কে?

Adani vs. Ambani: ফের মুখোমুখি আদানি-আম্বানি! নিলামের লড়াইয়ে জিতবেন কে?

নিলামে অংশ নেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) এবং আদানি পাওয়ার। ল্যাঙ্কো অমরকন্টক পাওয়ার বর্তমানে কর্পোরেট দেউলিয়া পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই প্রথম নয়। এর আগে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে মুখোমুখি হয়েছে দুই সংস্থা।