Fadnavis Vs Owaisi: ফড়নবীশের 'ঔরঙ্গজেব কি অউলাদ' মন্তব্যের পাল্টা জবাবে ‘গডসে কি অউলাদ’ মন্তব্য ওয়াইসির, তুঙ্গে পারদ
Updated: 09 Jun 2023, 05:41 PM ISTএক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সদ্য মহারাষ্ট্রের কোলাপুরে হিংসার ছবি উঠে আসে। মুঘল সম্রাট ঔরাঙ্গজেবকে নিয়ে ছিল সেই পোস্ট। যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন হিন্দুত্ববাদীরা। সেই প্রসঙ্গেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ‘ঔরঙ্গজেবের সন্তান' শব্দবন্ধনী ব্যবহার করেন।
পরবর্তী ফটো গ্যালারি