কাশ্মীরের অনন্তনাগ। বুধবার জঙ্গি নিকেশ অভিযানে গিয়ে শহিদ হয়েছেন তিনি নিরাপত্তা আধিকারিক। একজন কর্নেল মনপ্রীত সিং, অপরজন হলেন মেজর আশিস ধোনাক ও ডিএসপি হুমায়ুন ভাট। এনকাউন্টারে নেমে শহিদ হয়েছেন তাঁরা। এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। তবে ইতিমধ্য়েই ভারতীয় বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে জঙ্গি দমনের কাজ করে যাচ্ছে।
এবার সেই ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, আমাদের এটা ভাবতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা পাকিস্তানকে আলাদা করতে না পারছি, বিচ্ছিন্ন করতে না পারছি (একঘরে করতে না পারছি) ততক্ষণ পর্যন্ত তারা ভাববে এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাদেরকে চাপে রাখার জন্য তাদেরকে আলাদা করতেই হবে। তাদের এটা জানতেই হবে যে যতক্ষণ না তুমি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনও কিছুই স্বাভাবিক হবে না।
তিনি বলেন, এটা নিয়ে ভাবতে হবে। যদি আমরা পাকিস্তানকে আলাদা করতে না পারি তবে ওরা বলবে সব ঠিক আছে। বলিউডে চলে আসবে, ক্রিকেট ম্যাচ খেলতে চলে আসবে, বলবে সব ঠিক আছে। চাঙা আছে সব। ওদের উপর চাপ দেওয়ার জন্য ওদের একঘরে করতে হবে।
কাশ্মীরের অনন্তনাগে গুলির লড়াই। সেখানেই শহিদ হয়েছেন দুই আধিকারিক। ওখানেই লুকিয়েছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন সুরক্ষা আধিকারিকরা। সেই সময় পালটা গুলি চালায় জঙ্গিরা। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, লস্কর ই তৈবার একটা সহযোগী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেছে।
তবে ভারত অবশ্য় গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন জানিয়েছেন, আমাদের বীর জওয়ানের আত্মত্য়াগ বিফলে যাবে না। এর যোগ্য উত্তর দেওয়া হবে। যে জঙ্গিরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের যোগ্য জবাব দেওয়া হবে। শহিদদের পাশে গোটা দেশ রয়েছে। এই জঙ্গিদের আমরা ক্ষমা করব না।