অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লির প্যারাভাদা লরাস ফার্মা ল্যাবস লিমিটেডের পরীক্ষাগারে ভয়াবহ আগুন লাগে গতকাল বিকেলে। অগ্নিকাণ্ডের ঘটনায় চার কর্মী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর প্রায় তিনটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। একজন পুলিশ পরিদর্শক জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন খাম্মামের বি রামবাবু, গুন্টুরের রাজেপ বাবু, কোটাপাডুর আর রামকৃষ্ণ এবং চোদাভারমের মাজি ভেঙ্কটা রাও।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের শিল্পমন্ত্রী অমরনাথ। মন্ত্রী অমরনাথ জানিয়েছেন, আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সম্পর্কে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে অবগত করানো হয়েছে বলে জানান অমরনাথ। অমরনাথ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃত শ্রমিকদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। দুর্ঘটনায় গুরুতর আহত কর্মীকে চিকিৎসা সহায়তা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন অমরনাথ। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় এক ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই কারণেই কর্মীদের মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই আগুন লাগার সম্ভাব্য কারণ নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সেই ল্যাবের কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গ্যাস লিকের কারণেই এই অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ফার্মেসির ম্যানেজমেন্টের মতে, বিশাখাপত্তনমের ল্যাবের ইউনিট ৩-তে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে কোভিডকালে এই ধরনের বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে ভারত। হাসপাতালে আগুন লেগেছে মুম্বই-সহ দেশের নানা জায়গায়। আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার আগুনে পুড়ল অন্ধ্রপ্রদেশের ওষুধ তৈরির ল্যাবরেটরি।