অর্থমন্ত্রীর পরে পেঁয়াজ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন আরও এক বিজেপি মন্ত্রী। জীবনে কখনও পেঁয়াজ খাননি বলে নিজেকে নিরামিশাষী বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পেঁয়াজের চড়তে থাকা দাম নিয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করার সময় বৃহস্পতিবার চৌবে বলেছেন, ‘আমি নিরামিশাষী। জীবনে কখনও পেঁয়েজ চেকে দেখিনি। তাই আমার মতো লোক কী করে পেঁয়াজ সম্পর্কে খবর (বাজার দর) জানবে?’
বুধবার লোকসভায় পেঁয়াজের অগ্নিমূল্য প্রসঙ্গে বিরোধীদের প্রশ্নের জবাবে নির্মলা সীতারমন বলেন, তিনি এমনই এক পরিবারের সদস্য যেখানে পেঁয়াজ-রসুন খাওয়ার চল নেই। সেই কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়া প্রসঙ্গে তিনি ওয়াকিবহাল নন।
অর্থমন্ত্রীর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অজস্র মিম-এরও তিনি শিকার হচ্ছেন। মনে করা হচ্ছে, এবার সেই নিশানায় পড়তে চলেছেন মন্ত্রিসভায় তাঁর সতীর্থ অশ্বিনী চৌবেও।
গত কয়েক সপ্তাহে হু হু করে বেড়েছে পেঁয়াজের বাজারদর। দেশের বেশ কিছু রাজ্যে বর্তমানে এই আনাজের দাম ১৮০ টাকা কিলোপ্রতিতেও পৌঁছে গিয়েছে। কলকাতায় ১২০-১৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে পেঁয়াজের বাজারমূল্য।
পেঁয়াজ নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্যকে একহাত নিয়েছেন আইএনএক্স মিডিয়া আর্থিক দুর্নীতি মামলায় সদ্য তিহাড় জেল থেকে জামিনে মুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও। তাঁর পাল্টা প্রশ্ন, ‘মনে হল গতকাল অর্থমন্ত্রী জানিয়েছেন, পেঁয়াজ খান না বলে তার দাম নিয়ে তাঁর মাথ্যাব্যথা নেই.. তাহলে তিনি কী খান? তিনি কি অ্যাভোকাডো খান? তিনি তো পেঁয়াজ খান না।’