কয়েকদিন আগেই সিকিমে তিস্তায় ভেসে গিয়েছিল সেনার ট্রাক। সেই দুর্ঘটনায় অন্তত ৮ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন সেনাকর্মী। সেই প্রাকৃতিক দুর্যোগের বিভীষিকাময় দৃশ্য এখনও সবার চোখের সামনে ভাসছে। এরই মাঝে এবার লাদাখেও প্রাকৃতিক দুর্যোগের কবলে ভারতীয় সেনা। জানা গিয়েছে, লাদাখে তুষারধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের। এই ঘটনায় আরও তিন জন সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তুষারধসে চাপা পড়ে আছেন তাঁরাও। এই আবহে নিখোঁজ জওয়ানদের বরফের তলা থেকে বের করে আনতে জোরকদমে চলছে উদ্ধারকাজ। (আরও পড়ুন: ইজরায়েলে আছেন ১৮০০০ ভারতীয়, দূতাবাসে জমা পড়ছে দেশে ফেরানোর আর্জি)
জানা গিয়েছে, রবিবার লাদাখের মাউন্ট কুনের কাছে জওয়ানদের একটি দল অনুশীলন করছিলেন। সেই দলে ছিলেন ৪০ জন সেনাকর্মী। তাঁরা হাই অলটিটিউড ওয়ারফেয়ার স্কুল এবং আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের সদস্য। অনুশীলন চলাকালীনই আচমকা তুষারধস নামে সেখানে। প্রবল বেগে সাদা রঙের ঢেউ গড়িয়ে নামতে থাকে সেনা জওয়ানদের দিকে। তা দেখে অনুশীলনে ব্যস্ত সেনা জওয়ানরা সেখান থেকে সরে দাঁড়ান। তবে তুষারধসে চাপা পড়ে যান ৪ জন। এরপরই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে সেনা। পরে এক জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন, তখনই হামলা হামাসের, ইজরায়েলে জখম ভারতীয় মহিলা
এদিকে এখনও বরফের চাঁইয়ের তলায় চাপা পড়ে রয়েছেন তিন জন সেনা জওয়ান। তাঁদের উদ্ধার করতে তল্লাশি অভিযান জারি রয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে জানিয়ে সেনার তরফে বলা হয়েছে, মাউন্ট কুন অঞ্চলের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। তুষারপাতের ফলে পুরু হয়ে বরফ জমেছে মাটিতে। এই আবহে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। তবে তল্লাশি অভিযান থামানো হয়নি। এর কিছু দিন আগে সিকিমে মেঘভাঙা বৃষ্টির কারণে লোনক হ্রদ ফেটে ২৩ জন সেনাকর্মী ভেসে গিয়েছিলেন। এর মধ্যে আটজন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে। এখনও অবশ্য ১৫ জন জওয়ান নিখোঁজ রয়েছেন।