বাংলা নিউজ > ঘরে বাইরে > Madhya Pradesh shoutout: নাবালিকা প্রেমিকার সঙ্গে ভিডিয়োর জের, ট্রাক চলককে গুলি করলেন বিবাহিত সেনা জওয়ান

Madhya Pradesh shoutout: নাবালিকা প্রেমিকার সঙ্গে ভিডিয়োর জের, ট্রাক চলককে গুলি করলেন বিবাহিত সেনা জওয়ান

ট্রাক চালককে গুলি করার অভিযোগ। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

সেনা জওয়ান ৬ বছর ধরে বিবাহিত এবং তার ৪ বছরের একটি সন্তানও রয়েছে। ওই ট্রাক চালক তার বিয়ের কথা জানতেন। ফলে তার কাছ থেকে হুমকি পেয়ে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গিয়েছিলেন ওই সেনা জওয়ান। জানা গিয়েছে, বিজেন্দ্র পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা।

নাবালিকা প্রেমিকার সঙ্গে ধরা পড়েছিলেন সেনা জওয়ান। তার ভিডিয়ো রেকর্ডিং করেছিলেন এক ট্রাক চালক। সেই ক্ষোভে নিজের সার্ভিস রিভলভার দিয়ে ওই ট্রাক চালককে গুলি করার অভিযোগ উঠল সেনা জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ওই ট্রাক চালক। অভিযুক্ত সেনা জওয়ানের নাম বিকাশ তিওয়ারি। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সেনা জওয়ানকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, বিকাশ তিওয়ারি সেনাবাহিনীর একজন জওয়ান। দিল্লির পাতিয়ালায় পোস্টিং ছিল তার। মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা ওই সেনা জওয়ান। পুলিশ জানিয়েছে, তিওয়ারি শনিবার নাবালিকা প্রেমিকার সঙ্গে গ্রামের একটি মন্দিরে যাচ্ছিলেন। সেই সময় ওই ট্রাক চালক ব্রিজেন্দ্র কোরি তাদের একসঙ্গে দেখতে পান। শুধু তাই নয়, তিনি সেনা জওয়ানের সঙ্গে ওই নাবালিকার একটি ভিডিয়ো রেকর্ডিং করেন। পরে সেই ভিডিয়ো মেয়েটির পরিবারকে জানানোর হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিজেন্দ্র। তদন্তে পুলিশ জানতে পারে, সেনা জওয়ান ৬ বছর ধরে বিবাহিত এবং তার ৪ বছরের একটি সন্তানও রয়েছে। ওই ট্রাক চালক তার বিয়ের কথা জানতেন। ফলে তার কাছ থেকে হুমকি পেয়ে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গিয়েছিলেন ওই সেনা জওয়ান। জানা গিয়েছে, বিজেন্দ্র পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা।

রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন বলেন, ‘বিকাশ তিওয়ারি ছুটিতে পাতিয়ালা থেকে বাড়িতে এসেছিলেন। মেয়েটির সঙ্গে একটি মন্দিরে গিয়েছিলেন। সেখানে ব্রিজেন্দ্র কোরি তাদের দেখেছিলেন। তিওয়ারি ইতিমধ্যেই বিবাহিত হওয়ায় মেয়েটির পরিবারকে জানানোর জন্য কোরি তাদের একটি ভিডিয়ো শ্যুট করেছিলেন। পরে তিনি ট্রাকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সেনা জওয়ান তাঁর পিছু ধাওয়া করে ৩০ নম্বর জাতীয় সড়কে একটি খাবারের দোকানের কাছে তাঁকে ধরে ফেলে এবং গুলি করে।’

জানা গিয়েছে, একটি স্কুটিতে করে তিওয়ারি এবং মেয়েটি বিজেন্দ্রর পিছু ধাওয়া করে। তিওয়ারি ট্রাক চালককে ভিডিয়োটি মুছে দিতে বলেন। কিন্তু, তা প্রত্যাখ্যান করায় চালককে লক্ষ্য করে গুলি চালায় সেনা জওয়ান। বর্তমানে ওই ট্রাক চালক সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজে ভরতি রয়েছেন। সেনা জওয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন