বাংলা নিউজ > ঘরে বাইরে > VC বিবাদ নিয়ে রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজ্যে অ্যাটর্নি জেনারেল

VC বিবাদ নিয়ে রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজ্যে অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। (PTI)

সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন তিনি কলকাতা যাবেন। সেখানে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন। বৈঠকে কী হল সেটা তিনি পরে সুপ্রিম কোর্টকে জানাবেন। সেইমতো মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় উড়ে এসেছেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। 

গত বছর থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ অব্যাহত রয়েছে। যদিও এখনও পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই আবহে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যার সমাধানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। অতীতে এরকমভাবে কোনও অ্যাটর্নি জেনারেলকে উপাচার্য সমস্যার সমাধান নিয়ে আসরে নামতে দেখা যায়নি। ফলে এই ঘটনাকে সম্পূর্ণ নজিরবিহীন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 

আরও পড়ুনঃ উপাচার্য নিয়োগ, আলোচনায় মীমাংসা হোক, ফের জানাল সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন তিনি কলকাতা যাবেন। সেখানে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন। বৈঠকে কী হল সেটা তিনি পরে সুপ্রিম কোর্টকে জানাবেন। সেইমতো মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় উড়ে এসেছেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। এরপর রাত ১০টা নাগাদ তিনি রাজভবনে পৌঁছন। 

উল্লেখ্য, গতকাল দীর্ঘক্ষণ রাজভবনে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈন। সে ক্ষেত্রে উপাচার্য সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে দুই পক্ষ। জানা গিয়েছে, রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পাশাপাশি উপাচার্যদের সঙ্গেও কথা বলবেন অ্যাটর্নি জেনারেল। সেক্ষেত্রে আজ রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর আগামীকাল তিনি উপাচার্যদের সঙ্গে বৈঠক করতে পারেন।

জানা গিয়েছে, অস্থায়ী উপাচার্যদের সঙ্গে বৈঠক হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সে ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সঙ্গে দুজন শিক্ষক এবং দুজন পড়ুয়াকে আনতে বলা হয়েছে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিতে কী ধরনের অচলাবস্থা তা বুঝতে চাইছেন অ্যাটর্নি জেনারেল। যদিও যাদপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনও উপাচার্য নেই। ফলে সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন? সে বিষয়ে এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, রাজ্যের আইনজীবীর বক্তব্য, এই উপাচার্যরা ৬ মাসের বেশি পদে থাকতে পারে ন। গতকাল উপাচার্য বিবাদ সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের কাছে সময় চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল। সেই আর্জি মেনে  ২ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

ঘরে বাইরে খবর

Latest News

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস, জয়রাম রমেশের মন্তব্য শোরগোল মোহনবাগানকে হারাতেই মাঝরাতে মুম্বইয়ের টিম হোটেলে মিষ্টি নিয়ে হাজির ইস্টবেঙ্গল! বারবার হচ্ছে মুড সুইং? মানসিক চাপ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ মাঝে মাঝে কিছু ভাবতে গিয়ে থমকে যান! সাবধান, সতর্ক হোন এখন থেকেই তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিতে চলেছে সুপ্রিম কোর্ট, বড় প্রশ্নের মুখে ইডি কনসার্টে জলের বোতল ছোঁড়া হল সুনিধির দিকে! রাগে থমকে গিয়েও, কীভাবে সামলান সবটা নেতা–মন্ত্রীদের দেহরক্ষী নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, এবার আমূল বদল আসছে নিয়মে ফের নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেন ‘কিং’ কোহলি- বিরাটের মাথায় উঠল কমলা টুপি রাজনৈতিক ধান্দা! কানাডাকে তোপ জয়শংকরের, নিজ্জর খুনে ৩ জনকে ধরা নিয়েও খুললেন মুখ

Latest IPL News

তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.