বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladeshi Gay Gangraped in Delhi: বাংলাদেশের সমকামী যুবককে গণধর্ষণ দিল্লিতে, যৌন লালসার শিকার যুবকের বন্ধুও

Bangladeshi Gay Gangraped in Delhi: বাংলাদেশের সমকামী যুবককে গণধর্ষণ দিল্লিতে, যৌন লালসার শিকার যুবকের বন্ধুও

এক বাংলাদেশি ও এক বিহারি যুবককে গণধর্ষণ করা হল দিল্লিতে

ধৃতদের নাম দেবাশিস ভার্মা, সুরজিৎ ও আরিয়ান ওরফে গোলু। এই তিন ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গণধর্ষণের সঙ্গে আরও দু'জন যুবক জড়ির রয়েছে। সেই অভিযুক্তদের খোঁজে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশি যুবককে গণধর্ষণ করা হল দিল্লিতে। সেই বাংলাদেশি যুবকের সমকামী পার্টনার বিহারের এক পড়ুয়াকেও গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজধানীর শকরপুর এলাকায়। জানা গিয়েছে, রামলীলা দেখতে গিয়েলেন বাংলাদেশের সেই যুবক এবং তাঁর সমকামী পার্টনার। সেখানে পাঁচ যুবকের যৌন লালসার শিকার হন তাঁরা দু'জন। পরে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগের ভিত্তিতে শকরপুর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে, ধৃতদের নাম দেবাশিস ভার্মা, সুরজিৎ ও আরিয়ান ওরফে গোলু। এই তিন ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গণধর্ষণের সঙ্গে আরও দু'জন যুবক জড়ির রয়েছে। সেই অভিযুক্তদের খোঁজে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে।

অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অচিন গর্গ এই ঘটনা প্রসঙ্গে জানান, বুধবার রাত ১টার দিকে বাংলাদেশের দুই নাগরিককে গণধর্ষণ করা হয়েছে বলে খবর পায় পুলিশ। শকরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, যে বাংলাদেশি যুবক গণধর্ষণের শিকার হয়েছেন, তাঁর বয়স ২২ বছর। তিনি শকরপুরে থাকেন। এই ঘটনায় তাঁর প্রেমিকও গণধর্ষণের শিকার। সেই যুবক বিহারের বাসিন্দা। নির্যাতিত দু'জনই দিল্লিতে পড়াশোনা করেন।

জানা গিয়েছে, বাংলাদেশের যুবকের সঙ্গে বিহারের সেই যুবকের আলাপ হয়েছিল একটি গে ডেটিং অ্যাপে। সেই মতো দিল্লিতে দেখা হয় দু'জনের। দিল্লির শকরপুরে রামলীলা দেখতে এসেছিলেন দু'জনে। রাত ১১টায় রামলীলা দেখে বাড়ি ফিরছিলেন দু'জনেই। সেই সময় রাস্তায় এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় একজনের। সেই বন্ধুর সঙ্গে অন্য আরও কয়েকজন ছিল। এরপরই সেই পাঁচজন মিলে চড়াও হয় দুই সমকামী যুবকের ওপর। অভিযুক্তরা মিলে দু'জনকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্তরা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে সেখান থেকে কোনও রকমে দুই যুবক নিজেদের বাড়িতে পৌঁছায়। সেখানে তাঁদের বন্ধুদের কাছে বিষয়টি বলেন দু'জনেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাছাকাছি কিছু সিসিটিভি ফুটেজ স্ক্যান করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করে। বাকি দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.