মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্চ মাসে তিনি সপ্তাহ খানেকের জন্য ভারতে এসেছিলেন। এখানে তিনি নানা পেশার মানুষের সঙ্গে আলোচনা করেছিলেন। রাজনীতিবিদ, ব্যবসায়ী, উদ্যোগপতি, চাকুরিজীবী, সমাজকর্মী সহ বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে তিনি আলোচনা করেন।
এরপর তিনি সেই অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। সম্প্রতি তিনি লিঙ্কেডিনে একটা ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, সম্প্রতি ভারতে গিয়েছিলাম। সেখানে কুসুমার সঙ্গে দেখা হল। তিনি স্থানীয় পোস্ট অফিসে চাকরি করেন। উল্লেখযোগ্যভাবে তিনি কাজ করছেন। খুব ভালো!
আসলে যে ভারত ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন ফেরি করে, সেই ভারতের এক সাধারণ পোস্ট অফিসের কর্মী কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে এগিয়ে দিচ্ছেন দেশকে এটাই বোঝাতে চেয়েছেন বিল গেটস।
বেঙ্গালুরুর ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ওই ব্রাঞ্চ পোস্টমাস্টারের প্রশংসা করেছেন তিনি।
আসলে ভারতের ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেমের প্রশংসা করেছেন বিল গেটস। স্মার্টফোন ও বায়োমেট্রিক সিস্টেমকে ব্যবহার করে কুসুমার মতো কর্মী -আধিকারিকরা কীভাবে ডিজিটাল ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেকথাই উল্লেখ করেছে তিনি।
তিনি নতুন আশা আর অর্থনৈতিক শক্তি সঞ্চার করছেন বলে উল্লেখ করেছেন বিল গেটস। কীভাবে কুসুমারা প্রযুক্তির ব্যবহার করছেন তারও একটি ভিডিয়ো শেয়ার করেছেন বিল গেটস।
বিল গেটস ফাউন্ডেশনের মতে, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক নানা ধরনের ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেম শুরু করেছে। যার মাধ্য়মে একেবারে প্রান্তিক মানুষের কাছে প্রযুক্তির মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে যাচ্ছে।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিল গেটসের সেই পোস্টকে শেয়ার করেছেন। কীভাবে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ হচ্ছে সেকথাও তুলে ধরেন তিনি। সেই পোস্টে বিল গেটস ভারতের প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরেছিলেন। তিনি কুসুমার কথা তুলে ধরেছিলেন। ভারত সফরে তাঁর সঙ্গে দেখা হয়েছিল কুসুমার। তিনি পোস্ট অফিসের একটা শাখার আধিকারিক। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কীভাবে কুসুমার মতো আধিকারিকরা পরিষেবা দিচ্ছেন সেকথা তুলে ধরেন তিনি।
তবে বিল গেটসের এই পোস্টে উচ্ছসিত নেটিজেনরা। একজন লিখেছেন, যোগাভ্যাস থেকে ডিজিটাল মাধ্যম। ভারত বরাবরই পথ দেখায়। ভারত তার বুদ্ধিমত্তা, প্রাচীন ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য় গোটা বিশ্বে নাম করেছে।