বাংলা নিউজ > ঘরে বাইরে > By-Election Results 2023: দক্ষিণে বিরাট ধাক্কা খেল বিজেপি, উপনির্বাচনে বামেদেরও টপকে এগিয়ে গেল কংগ্রেস

By-Election Results 2023: দক্ষিণে বিরাট ধাক্কা খেল বিজেপি, উপনির্বাচনে বামেদেরও টপকে এগিয়ে গেল কংগ্রেস

রাহুল গান্ধী। (ANI Photo) (Congress-X)

কেরলে উপনির্বাচনের ফলাফলে বড় ধাক্কা খেল এনডিএ জোট। বড় ধাক্কা বিজেপির কাছে। 

কেরলে দাগ কাটতে পারল না বিজেপি। বড় জয়ের পথে কংগ্রেসের নেতৃত্বাধীন UDF জোট। কোচিতে উপনির্বাচনে ৩৩টি ওয়ার্ডের মধ্য়ে ১৭টি ওয়ার্ডে জয়ের পথে ইউডিএফ। সিপিএমের নেতৃত্বধীন LDF জোট রয়েছে দ্বিতীয় স্থানে। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।

তারপরে রয়েছে বিজেপি। ১০টি ওয়ার্ড গিয়েছে সিপিএমের জোটের দখলে। আর এনডিএ জোট পেয়েছে মাত্র চারটি আসন। আর সোশ্য়াল ডেমোক্র্য়াটিক পার্টি অফ ইন্ডিয়া( পিএফআইয়ের শাখা), আম আদমি পার্টি একটি করে আসন দখল করতে পেরেছে।

মঙ্গলবার এই উপনির্বাচন  হয়েছিল কেরলে। একটি জেলা পঞ্চায়েত ওয়ার্ড, পাঁচটি ব্লক পঞ্চায়েত, তিনটি পুরসভা, ২৪টি গ্রাম পঞ্চায়েতে এই উপনির্বাচন হয়েছিল। তবে সেই ভোটে বড় সাফল্য পেয়েছে ইউডিএফ।  আগে ইউডিএফের দখলে ছিল ১০টি আসন। সেটাই বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে। তবে এলডিএফ সেই আগের অবস্থানেই রয়েছে। আর এনডিএতে একেবারে ধস নেমেছে। আগে তাদের দখলে ছিল ৮টি আসন। সেটা এবার একেবারে অর্ধেক হয়ে গিয়ে ৪টি হয়ে গিয়েছে। 

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এনডিএ একটি ব্লক পঞ্চায়েতে পেয়েছে। একটি গ্রাম পঞ্চায়েত, দুটি পুরসভার ওয়ার্ড পেয়েছে। ইউডিএফ পেয়েছে ১৪টি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, ৩টি ব্লক পঞ্চায়েত ওয়ার্ড। এলডিএফ ৮টি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড পেয়েছে। একটি ব্লক পঞ্চায়েত ওয়ার্ড ও একটি জেলা পঞ্চায়েত ওয়ার্ড পেয়েছে তারা। 

এদিকে ২০২০ সালে কেরলে এই ভোটে এলডিএফ এগিয়েছিল ইউডিএফের থেকে। সেবার কেবলমাত্র পুরসভা এলাকায় এগিয়েছিল কংগ্রেস। কিন্তু গ্রামে এগিয়েছিল বামেরা। তবে এবার বিজেপি, বাম সবাইকে টপকে এগিয়ে গেল কংগ্রেস। 

বিজেপি অন্তত চারটি আসন হারিয়েছে। একদিকে অন্তত তিন রাজ্যে বড় জয় পেয়েছে বিজেপি। বিপর্যস্ত অবস্থা কংগ্রেসের। আর সেই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তের বিজেপির পক্ষে হাওয়া ভালো বলেই মনে করছিলেন অনেকে। তবে ফের দক্ষিণে হোঁচট খেল বিজেপিl কেরলে বামেরা নয়, প্রথম স্থানে থাকল কংগ্রেস। এটা কেরলের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
ঘরে বাইরে খবর

Latest News

বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম! বিরাট-স্মিথদের পিছনে ফেলে অনন্য নজির জো রুটের ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.