বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid Alert: কোভিডের গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা, ৮ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র, বাংলা কি আছে?

Covid Alert: কোভিডের গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা, ৮ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র, বাংলা কি আছে?

নতুন করে একাধিক রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কোভিড পরীক্ষার হার বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি কোভিড বিধি মেনে চলার উপরেও অনুরোধ করা হয়েছে।

তাপপ্রবাহ কিছুটা কমব কমব করছে। তবে তার মধ্য়েই আবার নতুন করে কোভিডের চোখরাঙানি। তবে এবার করোনা নিয়ে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন কেন্দ্রীয় সরকার। মূলত কোভিড নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। এনিয়ে দেশের ৮ রাজ্যকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। মোটের উপর যারা ভাবছিলেন কোভিড একেবারে দেশ থেকে পাততাড়ি গুটিয়ে পালিয়েছে তাদের জন্য এবার উদ্বেগের কথা শুনিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোভিডের হানা এখনও শেষ হয়নি।

এদিকে সেই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লিখেছেন মহামারি এখনও চলে যায়নি। যে কোনও শিথিলতা নিয়ে আমাদের সতর্ক থাকতেই হবে। যাতে মহামারি নিয়ন্ত্রণের সমস্ত চেষ্টা আমাদের হাতের বাইরে চলে না যায়। এর সঙ্গেই জানানো হয়েছে,যে রাজ্য ও জেলাগুলিতে সংক্রমণের সংখ্য়া বৃদ্ধি পেয়েছে সেখানে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই তিনি লিখেছেন, যে রাজ্য ও জেলাগুলিতে দৈনিক সংক্রমণ ও পজিটিভিটির হার বেশি, সেই রাজ্যগুলিতে কোভিড ঢেউ নিয়ন্ত্রণ করতে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।

এর সঙ্গেই কোভিড পরীক্ষার হার বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি কোভিড বিধি মেনে চলার উপরেও অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এদিন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১১ হাজার ৬৯২জন। সক্রিয় রোগীর মোট সংখ্যা হয়েছে ৬৬ হাজার ১৭০জন।

এদিকে ৮ রাজ্যে কোভিড টেস্টের হার বৃদ্ধি করা ও জিনোম সিকোয়েন্সের জন্য নমুনা নির্দিষ্ট ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বাংলায় অবশ্য় ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিড নিয়ে কিছুটা সতর্ক থাকতেই হবে। এমনকী ভিড়ের জায়গায় মাস্ক পরার ব্যাপারেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৮টি রাজ্য হল উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, হরিয়ানা ও দিল্লি। শুক্রবার এই ৮ রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গোটা দেশেই কোভিডের গ্রাফ ক্রমশ উর্ধমুখী। কিন্তু ৮টি রাজ্যে এই কোভিডের গ্রাফ কিছুটা উদ্বেগের। সেখানে পজিটিভিটির হার ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

 

বন্ধ করুন