কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে বাংলায় পিএম গতিশক্তির ব্যাপারে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে সব মিলিয়ে ৩০টি পরিকাঠামো প্রকল্পের এই পিএম গতিশক্তির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রকল্পগুলিতে সব মিলিয়ে ৩৭৬ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধনী লগ্নি বৃদ্ধির জন্য রাজ্যগুলিকে ৫০ বছরের জন্য় বিনা সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে অর্থ মন্ত্রক। এখনও পর্যন্ত ১৭৮টি প্রকল্পে ৪,৭৬৪.৫৩ কোটি টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ৩০ টি প্রকল্পের জন্য় সব মিলিয়ে ৩৭৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
অন্যদিকে কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ তৃণমূল সাংসদ মালা রায়ের অপর একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, পিএম গতিশক্তির আওতায় পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক ৬টি প্রকল্পকে চিহ্নিত করেছে। এর মধ্য়ে চারটি প্রকল্প সম্পূর্ণ হয়ে গিয়েছে। সব মিলিয়ে এক্ষেত্রে খরচ হয়েছে ৬৮২ কোটি টাকা। সব মিলিয়ে ৫৫২ কোটি টাকায় দুটি প্রকল্পে কাজ চলছে। সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
২০২১ সালের ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী গতি শক্তি প্ল্যানের সূচনা করা হয়েছিল বলে খবর। দেশ জুড়ে এই প্রকল্পকে প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
দেশের পরিকাঠামোর উন্নয়নের জন্য তৈরি করা হয়েছিল এই পিএম গতিশক্তি প্ল্যান। এই গতিশক্তি প্ল্যানে সবুজ সংকেত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় প্রায় ১০০ লাখ কোটির প্রকল্পের কথা বলা হয়েছিল।
অন্তত ১৬টি মন্ত্রক ও বিভাগকে এই গতিশক্তি প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের মধ্য়ে উড়ান, রেলের পরিকাঠামোর উন্নয়ন, ভারত মালা প্রকল্প, সাগরমালা প্রকল্প, অন্তর্দেশীয় জলপথ পরিবহণ, ভারত নেট সহ একাধিক প্রকল্পের কথা বলা হয়েছিল। এমনকী এই প্রকল্পের মাধ্য়মে কর্মসংস্থান তৈরির উপরেও জোর দেওয়া হয়।
দেশের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী প্রকল্প হল এই পিএম গতিশক্তি প্রকল্প।