রাজনীতিতে এখন অন্যতম আলোচিত বিষয় দুর্নীতি। সেই দুর্নীতির কাদা তাঁর কাপড়ে লাগেনি। ১৫ বছরের প্রধানমন্ত্রীত্বের মেয়াদে ও গুজরাতে ১০ বছরের মুখ্যমন্ত্রী থাকাকালীন কেউ তাঁর দিকে আঙুল তুলে এক টাকা নেওয়ারও অভিযোগ করতে করেননি। ঝাড়খণ্ডের পালামুতে ভোট প্রচারে এসে নিজের দুর্নীতিবিহীন ভাবমূর্তিকেই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার প্রচার সভায় তিনি বলেন,'আমি ২৫ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছি। কিন্তু এই ২৫ বছরে কেউ আমার বিরুদ্ধে এক পয়সারও দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। আপনাদের আর্শীবাদে আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। আমার মা-বোনেদের প্রার্থনা আমার জন্য যথেষ্ট। আমি এখনও ক্ষমতা, প্রতিপত্তি এবং স্বাচ্ছন্দ্য থেকে দূরে রয়েছি। মোদীর জন্ম আনন্দের জন্য নয় একটা লক্ষ্যের জন্য।'
আরও পড়ুন। মুসলিম পাখিকে ‘টাকা খাইয়ে’ দানব করলেন 'রাহুল',লাথি মারল SC-দের! BJP-র কার্টুনে বিতর্কের ঝড়
প্রসঙ্গ রামমন্দির
প্রধানমন্ত্রী, তাঁর নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তা প্রত্যক্ষ করতে বলেন। পাশাপাশি তিনি রামমন্দির নির্মাণ এবং জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপেরও প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, 'আজ সারা বিশ্বে ভারতের শঙ্খ উচ্চস্বরে বাজছে। নকশালবাদ বা সন্ত্রাসবাদ, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে।'
প্রধানমন্ত্রী জেএমএম-কংগ্রেস জোট নেতাদের দুর্নীতির প্রসঙ্গ তুলে তার নিন্দা করেন। তিনি বলেন, উন্নত ভারত গড়ে তুলতে যে সেবামূলক উদ্দেশ রয়েছে এটি সম্পূর্ণ তার বিপরীত। তাঁর অভিযোগ, জেএমএম এবং কংগ্রেস নেতারা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন।
আরও পড়ুন। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস, জয়রাম রমেশের মন্তব্য শোরগোল
মোদীর উদ্দেশ্য
তিনি বলেন, 'মোদী একটি উদ্দেশ্যের জন্য জন্মগ্রহণ করেছেন। জেএমএম-কংগ্রেস নেতারা দুর্নীতির মাধ্যমে প্রচুর সম্পদ তৈরি করেছেন। এমনকি আমার একটি সাইকেলও নেই। তারা তাদের সন্তানদের উত্তরাধিকারী হওয়ার জন্য সবকিছু সংগ্রহ করছে। কিন্তু আমার উত্তরাধিকারী আপনারা সবাই। আপনার সন্তান এবং নাতি-নাতনিরা, আমার উত্তরাধিকারীরা, আমি আপনার সন্তানদের একটি 'বিকশিত ভারত' দিতে চাই, যাতে আমার পরিবার এবং এই ধরনের কোটি কোটি পরিবার যে অভিজ্ঞতা সম্মুখীণ হয়েছে, তা আপনাদের সহ্য করতে না হয়।' তিনি ১৩ মে উন্নয়ন ও অগ্রগতির জন্য পালামুর জনগণকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন। ‘অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়’, সন্দেশখালির ভিডিয়ো ফাঁস নিয়ে মন্তব্য দিলীপের