Child Care leave for government employees:সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত কেন্দ্রীয় সরকারি অফিসাররা পাবেন ‘চাইল্ড কেয়ার লিভ'
Updated: 29 Jul 2023, 12:58 PM ISTযে নয়া বিধি এসেছে, সেখানে বলা হয়েছে, একজন কর্মী তাঁর গোটা চাকরিজীবনের মেয়াদকালে 'চাইল্ড কেয়ার লিভ' হিসাবে সর্বোচ্চ ৭৩০ দিন পাবেন। আর তা সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত পাবেন।
পরবর্তী ফটো গ্যালারি