বাংলা নিউজ > ঘরে বাইরে > Chinese investment Scam: চাকরি দেওয়ার নামে ভারতে ফাঁদ পেতেছে চিনের লোক, ৭১২ কোটির প্রতারণাচক্রের পর্দা ফাঁস

Chinese investment Scam: চাকরি দেওয়ার নামে ভারতে ফাঁদ পেতেছে চিনের লোক, ৭১২ কোটির প্রতারণাচক্রের পর্দা ফাঁস

৯জনকে গ্রেফতার করেছে হায়দরাবাদ সিটি পুলিশ। সৌজন্যে হায়দরাবাদ পুলিশ টুইট

সাইবার পুলিশ বুঝতে পারে অন্তত ৬টি অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। একাধিক ভারতীয় ব্যাঙ্কের মাধ্যমে সেই টাকা যাচ্ছে দুবাইতে।

শনিবার হায়দরাবাদ পুলিশ ৯জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ৭১২ কোটি টাকা বিনিয়োগ প্রতারণার মামলায় অভিযুক্ত। আর প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই চক্রের পান্ডা হল চিনের নাগরিকরা। তারা দুবাইতে বসে কলকাঠি নাড়ে বলে মনে করা হচ্ছে। কমিশনার সিভি আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই চক্রের সঙ্গে হিজবুল্লাহ বলে এক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। 

কীভাবে এই চক্রের খোঁজ পেল পুলিশ? সূত্রের খবর, হায়দরাবাদের এক বাসিন্দার কাছ থেকে গত এপ্রিল মাসে একটি অভিযোগ পেয়েছিল সাইবার ক্রাইম পুলিশ। তিনি অভিযোগ করেছিলেন একটি অনলাইন পার্ট টাইম কাজের আবেদন করতে গিয়ে তাঁর ২৮ লাখ টাকা খোয়া গিয়েছে। একটি টেলিগ্রাম অ্যাপে তিনি এই কাজের অফার পেয়েছিলেন। একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করলে তিনি মোটা টাকা ফেরৎ পেতে পারেন বলে জানানো হয়েছিল। সেই মতো তিনি বিনিয়োগ করা শুরু করেন। কিন্তু তিনি লাভের টাকা তুলতে পারছিলেন না। তাকে এরপর বলা হয় ওই টাকা পেতে গেলে আরও টাকা দিতে হবে। সব মিলিয়ে তিনি ২৮ লাখ টাকা বিনিয়োগ করে ফেলেন। তার মধ্যে ১৭ লাখ টাকা শুধু ওই আগের দেওয়া টাকা তোলার জন্য তিনি বিনিয়োগ করেন। কিন্তু এরপর তিনি কোনও টাকাই তুলতে পারছিলেন না। 

পরে তদন্তে নামে পুলিশ। সাইবার পুলিশ বুঝতে পারে অন্তত ৬টি অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। একাধিক ভারতীয় ব্যাঙ্কের মাধ্যমে সেই টাকা যাচ্ছে দুবাইতে। ক্রিপটো কারেন্সি কেনা হচ্ছে সেই টাকা দিয়ে। এমনকী লখনউতে ৩৩টি ভুয়ো কোম্পানির নামে ৬৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে। 

এরপর আমেদাবাদের এক বাসিন্দার খোঁজ পায় পুলিশ। তার সঙ্গেই চিনের বাসিন্দা লি লউ গুয়াংঝোউ, নান ই ও কেভিন জুনের যোগ রয়েছে। 

অভিযুক্ত ভারতীয়দের মুম্বই, আমেদাবাদ ও হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭টি মোবাইল, দুটি ল্যাপটপ, ২২টি সিম ও চারটি ডেবিট কার্ড ও পাসপোর্ট ও চিনা মুদ্রা পেয়েছে। প্রায় ১৫,০০০ ভারতীয়কে তারা ফাঁদে ফেলেছে বলে অভিযোগ। 

ঘরে বাইরে খবর

Latest News

বাম প্রার্থীদের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার, আলিপুরে তৃণমূল- সিপিএম কর্মীদের হাতাহাতি সব থেকে কম বয়সে ১০০ আন্তর্জাতিক ম্যাচ, বিশ্বরেকর্ড গড়লেন ভারতের শেফালি বর্মা ‌‘আমি চাই ডানলপ, জেসপ খুলুক’‌, কেন্দ্রীয় সরকারকে দুষে জোর সওয়াল করলেন মমতা সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল চার মাসের নির্বাসন কাটিয়ে ফের ক্রিকেটের আঙিনায় ফিরছেন জিম্বাবোয়ের দুই ক্রিকেটার ভালো হয় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিই বন্ধ করে দিন, হালকাভাবে বললেন বিচারপতি বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার দুর্যোগে নামতে পারল না চপার, শতাব্দী-শর্মিলার সমর্থনে ভার্চুয়াল প্রচার অভিষেকের IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো কংগ্রেসের জন্যই ১৫ লাখ পাননি নাগরিকরা, দাবি কঙ্গনার! বললেন, ‘এই সুবিধা তখনই…’

Latest IPL News

সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ KKR ম্যাচে জার্সির রং বদলাচ্ছে শুভমন গিলের গুজরাট, ভাগ্য ফেরাতে নয়, মহৎ কারণে ভারতীয় দলের তারকা ওপেনারের বিরুদ্ধে তোপ শামির, কী বললেন আহত পেসার IPL 2024-ক্রিকেট ছেড়ে অন্য ভূমিকায় কামিন্স! হঠাৎ নাচলেন বলিউডের গানে-ভিডিয়ো জন্মদিনে কামিন্সের জন্য গান সমর্থকদের, পাল্টা জয় উপহার দিলেন অধিনায়ক- ভিডিয়ো ম্যাচের পর কেএল রাহুলকে বকা সঞ্জীব গোয়েঙ্কার,পাল্টা দিলেন প্রাক্তন নাইট ডিরেক্টর ICC ODI WC 2023-এর ভয়ঙ্কর স্মৃতির কথা মনে করলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.