বাংলা নিউজ > ঘরে বাইরে > Ved-Variav bridge: ১১৮ কোটি টাকার ব্রিজ, উদ্বোধনের ৪০ দিনের মধ্য়েই বিরাট ফাটল, ওই রাজ্যেও কাটমানি?

Ved-Variav bridge: ১১৮ কোটি টাকার ব্রিজ, উদ্বোধনের ৪০ দিনের মধ্য়েই বিরাট ফাটল, ওই রাজ্যেও কাটমানি?

সুরাটের বেদ ভৈরব ব্রিজে ফাটল (PTI Photo) (PTI)

এভাবে নতুন ব্রিজে যদি ফাটল দেখা দেয় তবে আগামী দিনে কী হবে? বিরোধীদের দাবি হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করতে হবে।

সুরাটের বেদ ভৈরব ব্রিজ। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মোটামুটি ৪০ দিন আগে এই ব্রিজের উদ্বোধন করেছিলেন ভার্চুয়াল মাধ্যমে। এবার সেই ব্রিজে বিরাট ফাটল।

গত ১৭ মে সেই ব্রিজের উদ্বোধন করা হয়েছিল। ব্রিজ তৈরিতে খরচ ধরা হয়েছিল ১১৮ কোটি টাকা। প্রায় ১.৫ কিমি দীর্ঘ এই ব্রিজ। চার লেনের বিরাট ব্রিজ। আধুনিক পদ্ধতিতে তৈরি এই ব্রিজ। আট লাখ মানুষের ভরসার জায়গা এই ব্রিজ। সেই ব্রিজেই এবার বড় ফাটল। সেতুর বয়স মাত্র মাত্র ৪০ দিন। তার মধ্যেই এই অবস্থা।

ঘটনার খবর পেয়েই সুরাট কর্পোরেশনের বিরোধী দলনেতা আপ কাউন্সিলর ধর্মেশ ভান্ডারি জায়গাটি দেখেছেন। মনে করা হচ্ছে জলের টানে বা জল জমে এই কাণ্ড হতে পারে। তবে ঘটনার কথা জানাজানি হতেই কর্মীরা দ্রুত গিয়ে মেরামতির ব্যবস্থা করেন। যাতে এই ফাটল না বাড়ে সেটাও দেখা হয়েছে।

এদিকে এভাবে ৪০ দিনের ব্রিজে এতবড় ফাটলকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। বলা হচ্ছে দুর্নীতির জেরেই এই কাণ্ড। এনিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। তবে কি এখানে নির্মাণ ত্রুটি ছিল? যার জেরে এই কাণ্ড!

তবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না হয় সেকারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কোথাও ফাটল রয়েছে কি না সেটা জানা হচ্ছে।

সব মিলিয়ে শোরগোল একেবারে চরমে। আপ কাউন্সিলরের দাবি এনিয়ে তদন্ত করতে হবে। বিরোধীরা দুর্নীতির দিকে আঙুল তুলছেন। আপ নেতৃত্বের দাবি, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছিল। তার জেরেই এভাবে ব্রিজে ফাটল দেখা দিয়েছিল। প্রথমবার বৃষ্টি পড়তেই এই অবস্থা।

এদিকে গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠছে। এভাবে নতুন ব্রিজে যদি ফাটল দেখা দেয় তবে আগামী দিনে কী হবে? বিরোধীদের দাবি হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করতে হবে। না হলে রাজ্যের অন্যান্য় ব্রিজ নির্মাণের ক্ষেত্রেও এই ধরনের দুর্নীতি বাড়তেই থাকবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলায়? পূর্বাভাস IMD-র! গরম কাটিয়ে শুরু হবে ঝড়-বৃষ্টি La Liga-বার্সেলোনা হারতেই রিয়ালের দখলে লা লিগা, টার্গেট এবার চ্যাম্পিয়ন্স লিগ ডায়াবিটিস প্রতিরোধ থেকে অন্যান্য স্বাস্থ্য সুবিধা, গরমে দই খাওয়ার ৮টি উপকারিতা ২০১৪ সালের টেট পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে? জানতে চাইল কলকাতা হাইকোর্ট ২০ বছর আগে! ১৫ বছরের পরিণীতি দূরদর্শনের পর্দায় গেয়েছিলেন দেশাত্মবোধক গান আউটের সিদ্ধান্তে খুশি না হয়ে ব্যাট-হেলমেট ছুঁড়ে ফেললেন বাংলাদেশের ক্যাপ্টেন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ বাঁচাতে চান? কিনে ফেলুন আস্ত একটি খাট পরের মরশুম নিয়ে ক্লাবের সঙ্গে কথা চলছে-বাগান ছাড়ার জল্পনা ফুৎকারে ওড়ালেন হাবাস খেলতেই পারিনি- আক্ষেপ করলেন হাবাস, বাগানকে শিল্ড জয়ের কৃতিত্ব দিলেন মুম্বই কোচ নিজেদের সেরাটাই দিতে পারিনি- হারের পর অজুহাত নয়,ভুল স্বীকার কামিন্স-পেত্রাতোসদের

Latest IPL News

তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.