বাংলা নিউজ > ঘরে বাইরে > Droupadi Murmu: আচমকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! কী ঘটেছে?

Droupadi Murmu: আচমকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! কী ঘটেছে?

দ্রৌপদী মুর্মু. (PTI Photo/Vijay Verma)  (PTI)

রবিবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাঁ চোখে অপারেশন করা হয়। দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি হাসপাতাল রিসার্চ ও রেফারালে তাঁর অপারেশন করা হয়। জানা গিয়েছে এই অপারেশন ব্রিগেডিয়ার এসকে মিশ্র ও তাঁর টিমের তত্ত্বাবধানে হয়েছে।

দিল্লির সেনা হাসপাতালে ছানি অপারেশন হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। অপারেশনের পর রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি এখন ভালো আছেন। অপারেশন সফল হওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মুর্মুর শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট করা হয়েছে রাষ্ট্রপতিভবনের তরফে।

জানা গিয়েছে রবিবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাঁ চোখে অপারেশন করা হয়। দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি হাসপাতাল রিসার্চ ও রেফারালে তাঁর অপারেশন করা হয়। জানা গিয়েছে এই অপারেশন ব্রিগেডিয়ার এসকে মিশ্র ও তাঁর টিমের তত্ত্বাবধানে হয়েছে। বেলা ১১.৩০ মিনিট নাগাদ এই অপারেশনের পর দুপুর ১.৩০ মিনিট নাগাদ দ্রৌপদী মুর্মুকে ছেড়ে দেওয়া হয়। সেনা হাসপাতালের তরফে তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে।

সদ্য বছরের মাঝামাঝি রাষ্ট্রপতি পদে আসীন হন দ্রৌপদী মুর্মু। রাইসিনা হিলসের দৌড়ে তাঁর পক্ষে লড়াই কঠিন ছিল। সেই জায়গা থেকে এই লড়াই ঘিরে রীতিমতো কঠিন ছিল। রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর বিপক্ষে ছিলেন প্রাক্তন আইএএস অফিসার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। তাঁকে হারিয়ে এই মসনদ জিতে নেন দ্রৌপদী মুর্মু। এককালের শিক্ষিকা পরবর্তীকালে হয়ে ওঠেন রাজ্যপাল। তারপর আজ রাষ্ট্রপতির পদে বসেছেন দ্রৌপদী মুর্মু।

বন্ধ করুন