দেওয়ালির রাতে বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে ৬৮ হাজার ৫২৬ কোটি টাকা জরিমানা করল রাজ্যের বিদ্যুৎসংস্থা। বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে মন্ত্রী পরিবারকে এই অর্থ জরিমানা করা হয়েছে। বিষয়টি নিয়ে কর্নাটকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাজ্যের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জনতা দল (সেকুলার) প্রধানের বাড়ি দেওয়ালির অনুষ্ঠান হয়। সেই দেওয়ালি উপলক্ষে আলো দিয়ে সাজাননো হয় বাড়ি। অভিযোগ, বেআইনি ভাবে বিদ্যুৎ ব্যবহার করেই আলোয় সাজানো হয় বাড়ি।
জরিমানার অভিযোগ প্রকাশ্যে আসার পর কুমারস্বামীর দাবি, তাঁর জেপি নগরের বাড়িতে যখন এই আলোকসজ্জা হয়, সেই সময় তিনি বাড়ি ছিলেন না। সেদিন তিনি রামনগর জেলায় বিদাদির বাড়ি গিয়েছিলেন। পরে এসে তিনি জানাতে পারেন। যে ব্যক্তিকে বাড়ির আলোকসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি বাড়ির উল্টো দিকের পোস্ট থেকে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। কুমারস্বামী তা জানতে পেরে দ্রুত সংযোগটি খুলে দেন।
পরে তিনি জানতে পারেন তাঁকে ৬৮ হাজার টাকা বিল পাঠানো হয়েছে।
(পড়তে পারেন। বৈষ্ণব ধর্মকে অসম্মান করার অভিযোগে অসমে AIUDF প্রধান বদরুদ্দিনের বিরুদ্ধে FIR)
এই জরিমানাকে ‘অতিরিক্ত’ এবং ‘অবান্তর’ বলে মন্তব্য করেছেন কুমারস্বামী। জেডি (এস) প্রধান বলেন, ‘মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে নিয়ম করে প্রচার চালাচ্ছেন। তাঁরা এখন বলছে আমি বিদ্যুৎ চোর।’
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছেন বিদ্যুৎ সংস্থার জরিমানা দিয়েছেন কুমারস্বামী। মুখ্যমন্ত্রী বলেন, দেবগৌড়াপুত্র ‘বিদ্যুৎ চুরি’ যদি না করে থাকেন তবে তিনি কেন জরিমানা দিলেন। না করে থাকলে জরিমানা দেওয়ার কোনও দরকার ছিল না।