বাংলা নিউজ > ঘরে বাইরে > SpiceJet allegedly asks passengers to pray: বিমানের কেবিনে ধোঁয়া, যাত্রীদের ভগবানকে ডাকতে বলল SpiceJet: রিপোর্ট

SpiceJet allegedly asks passengers to pray: বিমানের কেবিনে ধোঁয়া, যাত্রীদের ভগবানকে ডাকতে বলল SpiceJet: রিপোর্ট

ফাইল ছবি: এএনআই (ANI)

ছবি-ভিডিয়ো নিয়েও শুরু হল বিতর্ক। টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাত্কার দেওয়া যাত্রীদের একাংশের দাবি, বিমানে ধোঁয়ার ছবি-ভিডিয়ো ডিলিট করতে জোর করেছিলেন স্পাইসজেটের কর্মীরা। TOI-এর রিপোর্ট অনুযায়ী এক বিমানকর্মী ফোনও কেড়ে নেন।

বিমানের ককপিট এবং কেবিনে হঠাত্ই ধোঁয়া। বুধবার স্পাইসজেটের একটি উড়ান হায়দরাবাদ বিমানবন্দরে আপদকালীন অবতরণ করে। তুমুল আতঙ্কের মুহূর্তের ছবি ফোনের ক্যামেরায় তুলেছেন যাত্রীদের অনেকেই। এমনই জানানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, ধোঁয়া দেখা যাওয়ার পর যাত্রীদের ভগবানের কাছে প্রার্থনা করতে বলেছিল বিমান কর্তৃপক্ষ।

টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাত্কার দেওয়া যাত্রীদের একাংশের দাবি, বিমানে ধোঁয়ার ছবি-ভিডিয়ো ডিলিট করতে জোর করেছিলেন স্পাইসজেটের কর্মীরা। TOI-এর রিপোর্ট অনুযায়ী এক বিমানকর্মী ফোনও কেড়ে নেন। 

বুধবার রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টার দিকে এই গোয়া-হায়দরাবাদ উড়ানটি অবতরণ করে। সমস্ত যাত্রীদেরই নিরাপদে নামিয়ে আনা হয়।

তবে হিন্দুস্তান টাইমসের সূত্রে খবর, এই ধোঁয়ার ফলে এক মহিলা যাত্রী অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। যদিও এয়ারলাইন্স আধিকারিকরা তা অস্বীকার করেছেন। তবে তাঁরা স্বীকার করেছেন যে, ওই মহিলা যাত্রী বিমান থেকে বের হওয়ার সময়ে সামান্য আঘাত পেয়েছেন। এই ঘটনার জেরে প্রায় নয়টি উড়ানে বিলম্ব হয়।

আধিকারিকদের মতে, বিমানের একটি ইঞ্জিন থেকে এয়ার কন্ডিশনার সিস্টেমে তেল নিঃসরণ হচ্ছিল। সম্ভবত সেটাই এই ধোঁয়ার কারণ। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (DGCA) ডিরেক্টর অরুণ কুমার বলেন, 'ইঞ্জিন ওয়ানে-এ কিছু তেলের ছিদ্র ছিল, যার মাধ্যমে এয়ার কন্ডিশনার সিস্টেমে সেটি ঢুকে গিয়েছিল। প্রাথমিকভাবে সেটাই মনে করা হচ্ছে।' ডিজিসিএ এই ঘটনার তদন্তে নেমেছে বলে জানান তিনি।

'কোনও যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এক যাত্রীর সামান্য আঘাত লাগায় তাঁকে বিমানবন্দরের মেডিকেল রুমে চিকিৎসা সহায়তার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁকে অবিলম্বে ছেড়ে দেওয়া হয়েছিল,' জানান স্পাইসজেটের এক আধিকারিক।

বন্ধ করুন