বেঙ্গালুরু বিমানবন্দরকে বোমায় উড়িয়ে দেওয়া নিয়ে টুইট করেছিল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। সেই সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে ওই ২০ বছর বয়সী পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওই টুইটে।
বেঙ্গালুরুর দক্ষিণে অবস্থিত কুদলুগেট এলাকা নিবাসী ২০ বছরের বৈভব গণেশকে বিমানবন্দর ওড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র বৈভব ওই পোস্ট কেন করেছিল, তা নিয়ে রয়েছে নানান রকমের প্রশ্ন। পুলিশ জানিয়েছে, ডিসেম্বরের ১০ টুইটারে একটি পোস্টে বৈভব ওই হুমকি বার্তা দিয়ে পোস্ট করেন। সেই পোস্টে লেখা ছিল, ‘আমি বেঙ্গালুরু বিমানবন্দর বোমা ফেলে উড়িয়ে দেব, যাতে শহরের কাছে আরও একটি বিমানবন্দর বানানো হয়।’ মশকরার ছলে করা এই বোমা বিস্ফোরণের পোস্টটি ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়। তারপরই পুলিশ শুরু করে বৈভবের খোঁজ। গ্রেফতার করা হয় বৈভবকে। দেখা যায় টুইটারে বৈভবরে নাম ‘futureftsufjan’ লেখা রয়েছে। আপাতত বৈভবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিকে, কেম্পেগৌড়া বিমানবন্দরের ম্যানেজারের তরফে এই ইস্যুতে একটি অভিযোগ করা হয়। ডিসেম্বর মাসের ১২ তারিখ এই পোস্ট ঘিরে কেম্পেগৌড়া বিমানবন্দরের কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে। তার আগে ১০ ডিসেম্বর ওই হুমকি পোস্ট আসে। তৎপরতা নেয় পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ও ৫০৭ ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর নর্থ ইস্ট ডিভিশনের পুলিশ তৎপর হয়। সাইবার ক্রাইম পুলিশ খুঁজে বের করে বৈভবকে। যে মোবাইল ফোন থেকে বৈভব ওই টুইট করেছে, তাও বাজেয়াপ্ত করে পুলিশ। বৈভবকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে, শুধুমাত্র অবসাদ ও হতাশার জেরেই ওই পোস্ট সে করেছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার জানান যে, কেবলমাত্র মশকরার জন্য ভুয়ো বোমা হুমকি দিয়েছে সে। এমন ধরনের পদক্ষেপ থেকে জনতাকে সরে আসার বার্তা দিয়েছে বেঙ্গালুরু পুলিশ।