T20 WC 2024: এখনও সব খেলোয়াড় তাদের পুরস্কারের পুরো অর্থ পায়নি! চিন্তিতো WCA 1 মিনিটে পড়ুন Updated: 14 Nov 2024, 07:48 AM IST বেশ কয়েক মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে, তবে এর পরে বহু দিন কেটে গেলেও, টুর্নামেন্টে অংশ নেওয়া বহু খেলোয়াড় নাকি এখনও তাদের পুরো পুরস্কারের অর্থ পাননি। বলা হচ্ছে প্রাপ্য অর্থ চাইলে হুমকি দেওয়া হচ্ছে।
দুরন্ত বেথ মুনি, অস্ট্রেলিয়ার সহজ জয়! সেমির দৌড় থেকে ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা 1 মিনিটে পড়ুন Updated: 05 Oct 2024, 07:52 PM IST সংযুক্ত আরব আমিরতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই চলছে। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচটি অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা মহিলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান 2 মিনিটে পড়ুন Updated: 03 Oct 2024, 11:33 PM IST ICC T20 WC 2024-এ নিজেদের প্রথম ম্যাচে খুব সহজেই জিতেছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে ৩১ রানে জয় পায় পাকিস্তান। ৪ মাস ধরে বেতন না পেয়েও দারুণ পারফর্ম করল পাকিস্তান দল। বেতন না পেয়েও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে জিতেছে পাকিস্তান দল।
ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম 2 মিনিটে পড়ুন Updated: 03 Oct 2024, 11:15 PM IST Smart Replay System: ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। এটিই হবে প্রথম আইসিসি টুর্নামেন্ট যেখানে স্মার্ট রিপ্লে সিস্টেম ব্যবহার করা হবে। এই প্রযুক্তিটি ইতিমধ্যে IPL 2024 এবং The Hundred-এ ব্যবহার করা হয়েছে। আইসিসি তার প্রেস রিলিজে এটি প্রকাশ করেছে।
১০ বছর পরে ICC Women's T20 WC-এ ম্যাচ জিতল বাংলাদেশ, স্কটল্যান্ডকে হারাল ১৬ রানে 2 মিনিটে পড়ুন Updated: 03 Oct 2024, 07:46 PM IST মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এসে অবশেষে বাংলাদেশের ১০ বছরের অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার শারজাতে চলতি টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৬ রানের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
৪০ বলে ৫২ রান! ব্যাট হাতে দুরন্ত জেমিমা, উইন্ডিজের বিরুদ্ধে ২০ রানে জিতল ভারত 2 মিনিটে পড়ুন Updated: 29 Sep 2024, 10:57 PM IST ICC Womens T20 World Cup Warm-up Matches 2024: এই ম্য়াচে জেমিমা রডরিগেজ ছাড়া, কোনও ভারতীয় ব্যাটারই তেমন বড় রান করতে পারেননি। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২০ রানে জয় পায় ভারত।
কতটা কষ্ট পেয়েছিলেন জীবনের শেষ ODI ম্যাচে রান আউট হয়ে, অবশেষে বললেন ধোনি 1 মিনিটে পড়ুন Updated: 03 Aug 2024, 03:07 PM IST ধোনি তার উত্তরেই জানিয়েছেন, ‘ওই মুহূর্তটা (সেমিফাইনালে রান আউট এবং ম্যাচে হার) ছিল খুব কঠিন মুহূর্ত। কারণ আমি জানতাম এটা আমার শেষ বিশ্বকাপ। ফলে ম্যাচটা জিততে পারলে খুব ভালো লাগত। আমার কাছে ওটা খুব হৃদয়বিদারক মুহূর্ত ছিল। তারপরেও আমাদেরকে ওই ফলাফলটা মেনে নিতে হয়েছে। বিষয়টি ছিল খুব হৃদয়বিদারক।’
১২ বছর পরে পাশাপাশি দুই তারকা! T20 WC 2007 ফাইনালের নায়কের সঙ্গে ধোনির সাক্ষাত 1 মিনিটে পড়ুন Updated: 03 Aug 2024, 01:15 PM IST যোগিন্দর শর্মা ১২ বছর পর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেছিলেন এবং এই সময় তাঁকে খুব খুশি দেখাচ্ছিল। যোগিন্দর শর্মা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সাক্ষাতের কথা জানিয়েছেন। এই বৈঠকের কিছু ঝলক শেয়ার করেছেন যোগিন্দর শর্মা।
কেউ বুঝতেই পারেনি ওরা এমনটা করবে: কোহলি-রোহিত-জাদেজার অবসর নিয়ে কী বললেন মামব্রে 1 মিনিটে পড়ুন Updated: 23 Jul 2024, 06:19 PM IST বিশ্বকাপ জয় ও শ্রীলঙ্কা সফরের মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। এর মাঝেই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রে।
২৬ তম জন্মদিনে শিরডির সাই বাবার মন্দিরে ইশান! দলে কি ফের জায়গা করতে পারবেন? 1 মিনিটে পড়ুন Updated: 18 Jul 2024, 04:06 PM IST সোশ্যাল মিডিয়ায় মন্দিরের ছবি শেয়ার করেছেন ইশান কিষান। এই বছরটি ইশান কিষানের জন্য খুব একটা ভালো যায়নি। বলা যেতে পারে চলতি বছরটা তাঁর জন্য বেশ হতাশাজনক ছিল। ভগবানের কাছে ইশান কিষান প্রার্থনা করেছেন যেন তাঁর এই বছরটা ভালো করে কাটে।
ভুঁড়ি থেকে সিক্স প্যাক! ছবি পোস্ট করে জীবনের কঠিন সময়টাকে মনে করলেন হার্দিক 1 মিনিটে পড়ুন Updated: 18 Jul 2024, 09:29 AM IST Hardik Pandya journey: হার্দিক পান্ডিয়া লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপ ইনজুরির পরে একটি কঠিন যাত্রা ছিল, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার সঙ্গে প্রচেষ্টার মূল্য পেয়েছি। কঠোর পরিশ্রম করে আপনি যদি চেষ্টা করেন, আপনি নিশ্চই তার ফল পাবেন। এটা কখনও নষ্ট হবে না। আসুন আমরা সকলে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
মাঠে যা করেছি সব তোমার জন্য- হাতে আঁকা ছবি দিয়ে মাকে শ্রদ্ধাঞ্জলি জানালেন জাড্ডু 1 মিনিটে পড়ুন Updated: 17 Jul 2024, 05:11 PM IST যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন তখন জাড্ডুর মা তাঁর পাশে ছিলেন না। এই সৌভাগ্যের স্বাদ থেকে বঞ্চিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগেই রবীন্দ্র জাদেজার মা মারা যান। জাদেজা ইনস্টাগ্রামে নিজের মায়ের সঙ্গে ট্রফি হাতে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমি মাঠে যা করছি... মা তোমার প্রতি শ্রদ্ধা।’