বাংলা নিউজ > ঘরে বাইরে > Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলমন্ত্রীর

Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলমন্ত্রীর

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা। ANI/Reuters TV via REUTERS  (via REUTERS)

টুইটে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘ওড়িশার রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।’ এছাড়াও তিনি জানান,' গুরুতর আহতদের পরিবারকে ২ লাখ ও অল্প আঘাতগ্রস্তদের পরিবারকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।'

ওড়িশার বালাসোরে তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, মালগাড়ির সঙ্গে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা ৫০ এরও বেশি বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। এদিকে, ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এছাড়াও রেলের তরফে ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ।

এক টুইটে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘ওড়িশার রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।’ এছাড়াও তিনি জানান,' গুরুতর আহতদের ২ লাখ ও অল্প আঘাতগ্রস্তদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।' টুইটে রেলমন্ত্রী জানান, তিনি নিজে ওই দুর্ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। রেলমন্ত্রী জানিয়েছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা। টুইটে রেল মন্ত্রী লেখেন,'আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমার প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।' তিবনি জানান ,'ভুবনেশ্বর ও কলকাতা থেকে উদ্ধারকারী দলগুলি জড়ো হয়েছে। এনডিআরএফ, রাজ্য সরকার, বায়ুসেনা একত্রিত হয়েছে।' টুইটে রেলমন্ত্রী লেখেন,' উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।'

( Coromandel Express Accident: করমণ্ডলের দুর্ঘটনায় মৃত প্রায় ৫০, বিশেষ দল পাঠাচ্ছেন মমতা, জারি হেল্পলাইন নম্বর)

( Modi on Coromandel Express Accident: ‘মর্মাহত’ টুইট মোদীর, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর)

ক্ষতিপূরণের কথা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদীর দফতর। তিনিও আহতেদের ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের তরফে জানিয়েছেন বার্তা।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন রেলস্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। উদ্ধারকাজে সাহায্যের জন্য বাংলা থেকে পাঁচ-ছয় সদস্যের দল দুর্ঘটনাস্থলে যাচ্ছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। সেগুলি হল - 03322143526 এবং 03322535185। এদিকে ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা থেকে একটি প্রতিনিধি দল ওড়িশায় পাঠাচ্ছেন। এদিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন। এনডিআরএফ ও এসডিআরএফ নেমেছে ময়দানে। তিনি ঘটনাস্থল আগামীকাল পরিদর্শন করবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন