বাংলা নিউজ > বিষয় > Coromandel express accident

Coromandel express accident

করমণ্ডলের দুর্ঘটনাস্থল দিয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন

উঁকি মারছেন যাত্রীরা, রক্তস্নাত বাহানগা দিয়ে ফের ছুটল প্যাসেঞ্জার ট্রেন

আজ সকালে ফের একটি প্যাসেঞ্জার ট্রেন গেল বাহানগা স্টেশন দিয়ে। সেই স্থান দিয়ে ট্রেন যাওয়ার একটি ভিডিয়ো টুইট করেছে সংবাদসংস্থা এএনআই। তাতে দেখা গিয়েছে, খুব ধীর গতিতেই এগিয়ে চলেছে প্যাসেঞ্জার ট্রেনটি। দেখুন সেই ভিডিয়ো।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

অভিশপ্ত লাইনে ট্রেন চালু হলেও 'দায়িত্ব শেষ হয়নি', জানালেন রেলমন্ত্রী

গত শুক্রবার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর অভিশপ্ত লাইন দিয়ে ফের ছুটতে শুরু করেছে ট্রেন। বাহানগা স্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরুর মুহূর্তে সেখানে দাঁড়িয়ে ছিলেন রেলমন্ত্রী। করজোরে প্রণাম করেন তিনি। এরপর মুখোমুখি হন সাংবাদিকদের। রেলমন্ত্রী জানিয়ে দিলেন, দায়িত্ব এখনও শেষ হয়নি।

ট্রেন যাচ্ছে অভিশপ্ত লাইনে, প্রণাম রেলমন্ত্রীর।

৫১ ঘণ্টা পরে প্রথম ট্রেন চলল ওড়িশার অভিশপ্ত ট্র্যাকে, লাইনকে প্রণাম রেলমন্ত্রীর

ওড়িশার অভিশপ্ত লাইন দিয়ে চলল ট্রেন। দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর ওই লাইন দিয়ে ট্রেন গেল। ওই মালগাড়ি যাওয়ার পর মালবাহী ট্রেনের উদ্দেশে হাত নাড়েন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেইসঙ্গে অভিশপ্ত ট্র্যাককে হাতজোড় করে প্রণাম করেন। ঈশ্বরকে ধন্যবাদও জানাতে দেখা যায় তাঁকে।

মেদিনীপুরে বাস দুর্ঘটনা

শনির দশা! বালাসোরের রেল দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনা

নবান্নের তরফে জানানো হয়, ওড়িশার রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪৪ জন আহত হয়েছেন। ওড়িশার হাসপাতালে ভরতি আছেন পশ্চিমবঙ্গের ২৫ জন। পশ্চিমবঙ্গের হাসপাতালে ভরতি আছেন ১১ জন।

দুর্ঘটনাস্থলে যান অধীর চৌধুরী এবং এআইসিসি ইনচার্জ এ চেল্লা কুমার। (পিটিআই ছবি। স্বপন মহাপাত্র (

(PTI)

উদ্ধারের তৎপরতার প্রশংসা, তবে এমন তৎপর আগে হলে এই দুর্ঘটনা হতো না, মত অধীরের

দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশে দুর্ঘটনাস্থলে যান অধীর চৌধুরী এবং এআইসিসি ইনচার্জ এ চেল্লা কুমার। তার কথা বলেন উদ্ধারকাজে রত আধিকারিকদের সঙ্গে।

বালাসোরে দুর্ঘটনাস্থলে অশ্বিনী বৈষ্ণব

ভাঙা কামরার নীচে ঢুকছেন নিজে, লাইনের ধারে বসে দেখছেন কাজ! ভাইরাল রেলমন্ত্রীর ছবি

বালাসোরে রেল দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ। এর প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালেই সেখানে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল সকাল সাতটার পর থেকে সেখানেই আছেন তিনি। বিভিন্ন সময়ে রেললাইনের ধারে দাঁড়িয়ে কাজের তদারকি করেছেন। কখনও নিজেই ধ্বংসস্তূপে ঢুকে গিয়েছেন।

দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস।

এক জওয়ান প্রথম খবর দেন করমণ্ডল দুর্ঘটনার, বিপদে পড়েও উদ্ধার করেন যাত্রীদের

ঘটনাস্থল থেকে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের গাড়িই ব্যবহার করা হয়। এমনকী ট্রাক্টরে করেও মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। তখন পরিস্থিতি বিচার করে ওই জওয়ান ভেঙ্কটেশ আটকে পড়া সহযাত্রীদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন। একে একে যতজনকে পারলেন উদ্ধার করে তিনি রেললাইনের ধারে একটি দোকানে নিয়ে এলেন।

এদিকে সুরজেওয়ালা আরও প্রশন করেন, সম্প্রতি একাধিক মালগাড়ি লাইনচ্যুত হয় এবং লোকো পাইলটের মৃত্যু হয়। তাতেও কেন সরকারের ঘুম ভাঙেনি? এরপর সুরজেওয়ালা প্রশ্ন করেন, 'এটা কি সত্যি যে রেলমন্ত্রী আদতে বিপণনী প্রচার করচে এবং প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতেই বেশি ব্যস্ত এবং তিনি রেলওয়ের নিরাপত্তাযর দিকে মনোযোগী নন?' এখানে বন্দে ভারত উদ্বোধনের উল্লেখ করা হয়। পাশাপাশি অভিযোগ করা হয়, গত ২ জুন চিন্তন শিবিরে রেল সুরক্ষা সংক্রান্ত প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন না রেলমন্ত্রী।   (PTI)

'৪ মাস আগেই…', করমণ্ডল দুর্ঘটনায় কংগ্রেসের ৯ প্রশ্নের মুখে মোদী সরকার

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানাতে কোমর কষে ময়দানে নেমেছে কংগ্রেস। এই আবহে এই দুর্ঘটনা নিয়ে গুরুতর অভিযোগ তুলে মোদী সরকারকে ৯টি প্রশ্নবাণে বিদ্ধ করল কংগ্রেস। এই নিয়ে কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা এক দীর্ঘ টুইট করেছেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

(ANI)

'করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার দোষীদের চিহ্নিত করা হয়েছে', বললেন রেলমন্ত্রী

গতকালই দুর্ঘটনার কারণ বের করতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই আবহে আজ সকালে তিনি জানালেন, দুর্ঘটনার আসল কারণ জানা গিয়েছে। কাদের দোষে এই দুর্ঘটনা ঘটেছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে।

জানা গিয়েছে, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের বাহানগা স্টেশন দিয়ে যাওয়ার কথা ছিল আরও প্রায় আড়াই ঘণ্টা আগে। তবে এই ট্রেনটি দেরিতে চলছিল। যদি এই ট্রেনটা সময় মতো চলত, তাহলে এই দুর্ঘটনা এতটাও মর্মান্তিক হত না। হয়ত এত মানুষের প্রাণ যেত না।   (ANI)

হামসফর এক্সপ্রেস আড়াই ঘণ্টা দেরি না করলে হয়ত বালাসোরে এমন রক্তবন্যা বইত না!

গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে লুপ লাইনে বাঁদিকের মেন লাইন দিয়ে যাওয়ার কথা ছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের। তবে সব ওলটপালট হয়ে গেল মুহুর্তে। করমণ্ডল এক্সপ্রেস ঢুকে পড়ে লুপ লাইনে। লাইনচ্যুত হয় ট্রেনের অধিকাংশ বগি। আর এরপর হাওড়াগামী হামসফর এসে রক্ত বন্যা বইয়ে দেয় বাহনগায়।

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

(Shyamal Maitra)

পরিযায়ী শ্রমিকদের সাহায্যে ৫০ হাজার টাকা দিলেন রাজ্যপাল, ঘটনাস্থলে অধীর

রাজ্যপাল পৌঁছন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিমেল মেডিসিন বিভাগে। সেখানে চিকিৎসাধীন উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা প্রতিমা বিবিকে তিনি দেখতে যান। দ্রুত তাঁর আরোগ্য কামনা করে অত্যন্ত দরিদ্র পরিবারের এই মহিলা প্রতিমা বিবিকে রাজ্যপাল তাঁর তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা সাহায্য করেন।

Open in App