বাংলা নিউজ > ঘরে বাইরে > অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাচ্ছেন প্রাক্তন CJI গগৈ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাচ্ছেন প্রাক্তন CJI গগৈ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রঞ্জন গগৈ

হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বলেন, বিচার ক্ষেত্রে কৃতিত্বের জন্য রঞ্জন গগৈকে সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত করা হবে। উল্লেখ্য, গগৈ ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করেছিলেন। 

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার দিতে চলেছে অসম সরকার। এই পুরস্কারের নাম হল ‘অসম বৈভব’। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, রাম মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলেছিল। সেই বিরোধের নিষ্পত্তি হয়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে প্রাক্তন প্রধান বিচারপতির জন্য এই পুরস্কার ঘোষণা করা স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সংসদে বিতর্ক সৃষ্টি প্রাক্তন CJI-এর, ‘প্রশ্ন’ তুললেন সংবিধানের মৌলিক কাঠামো নিয়ে

হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বলেন, বিচার ক্ষেত্রে কৃতিত্বের জন্য রঞ্জন গগৈকে সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত করা হবে। উল্লেখ্য, গগৈ ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করেছিলেন। আগামী ১০ ফেব্রুয়ারি অসমের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া শহরে একটি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করবেন। সেখানে উপস্থিত থাকবেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রসঙ্গত, অসমের বাসিন্দা হিসেবে শুধু মাত্র রঞ্জন গগৈ ভারতের প্রধান বিচারপতি হয়েছেন। অল্প সময়ের মধ্যে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরে দীর্ঘ বিচারাধীন মামলার রায় দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার কিছু কৃতিত্ব একজন অসমীয়র (রঞ্জন গগৈ) রয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যা রায় ঘোষণা করেছিল। তার নেতৃত্বে ছিলেন একজন অসমীয়। যদিও এটি সুপ্রিম কোর্টের একটি রায় ছিল আমরা খুব গর্ব বোধ করি যে বেঞ্চটির নেতৃত্বে ছিলেন একজন অসমীয়। অসমের জনগণের কাছে রঞ্জন গগৈ আগামী প্রজন্মের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব হয়ে থাকবেন। তিনি আগামী সমস্ত প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।’

উল্লেখ্য, ২০২১ সালে এই পুরস্কার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।এবছর দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘অসম সৌরভ’ পাবেন চারজন। এঁরা হলেন–প্রত্নতাত্ত্বিক কিশান চাঁদ নৌরিয়াল, সাঁতারু এলভিস আলি হাজারিকা, স্প্রিন্টার হিমা দাস এবং তিওয়া লোকনৃত্যের উদ্যোক্তা নাদিরাম দেউরি। তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘অসম গৌরব’ দেওয়া হবে ১৭ জনকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.