PAN কার্ডেই হয়ে যাবে সব কাজ! নয়া নিয়ম চালু করতে পারে কেন্দ্র
Updated: 06 Dec 2022, 08:37 PM ISTকেন্দ্রীয় এবং রাজ্য-স্তরের বিভিন্ন অনুমোদনের জন্য PAN নম্বরকেই মূল গুরুত্বপূর্ণ নম্বর হিসাবে স্থির করতে চাইছে তেন্দ্র। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমে (NSWS) এই প্যান ব্যবহার করা যাবে। এর মাধ্যমে যে কোনও আর্থিক ভেরিফিকেশনের কাজ চোখের নিমেষে হয়ে যাবে।
পরবর্তী ফটো গ্যালারি