বাংলা নিউজ > ঘরে বাইরে > Road accident in Bharatpur: রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১২ জন তীর্থযাত্রীকে পিষে দিল ট্রাক

Road accident in Bharatpur: রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১২ জন তীর্থযাত্রীকে পিষে দিল ট্রাক

দুর্ঘটনাগ্রস্ত বাসটি

রাজস্থানের পুষ্কর থেকে যাত্রী বোঝাই বাসটি উত্তর প্রদেশের বৃন্দাবনে যাচ্ছিল তীর্থযাত্রীদের নিয়ে। আগরা-জয়পুর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় অন্তরা উড়ালপুলে বাসটির ডিজেল পাইপে কিছু সমস্যা দেখা দেয়। জাতীয় সড়কের ধারেই বাসটিকে দাঁড় করান চালক।

কাকভোরে রাজস্থানের ভরতপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১২। আহতের সংখ্যাও ২৪ জন। মৃত ও আহতরা সকলেই বাসযাত্রী। তাঁদের বাসের ডিজেল পাইপে সমস্যা দেখা দেওয়ায় বাসটি রাস্তার ধারে দাঁড় করান চালক। সেই সময় বাস থেকে নেমে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন বেশ কয়েক জন যাত্রী। আচমকা একটি ট্রাক এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যাত্রীদের পিষে দেয়।

রাজস্থানের পুষ্কর থেকে যাত্রী বোঝাই বাসটি উত্তর প্রদেশের বৃন্দাবনে যাচ্ছিল তীর্থযাত্রীদের নিয়ে। আগরা-জয়পুর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় অন্তরা উড়ালপুলে বাসটির ডিজেল পাইপে কিছু সমস্যা দেখা দেয়। জাতীয় সড়কের ধারেই বাসটিকে দাঁড় করান চালক। বাসটিতে ৫৭ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

বাসটি দাড়ানোর পর বাস থেকে কিছু যাত্রী নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। চালক এবং তাঁর সহকারী নেমে বাসের সমস্যা বোঝার চেষ্টা করছিলেন। সেই সময় একটি ট্রাক এসে তাদের সজোরে ধাক্কা মারে। তার পর দাঁড়িয়ে থাকে বাসটি ধাক্কা মারে ট্রাকটি।

(পড়তে পারেন: লোকালয়ে ঢুকে আস্ত ছাগল গিলে ফেলেছিল বিশালাকার অজগর, আতঙ্ক মধ্যপ্রদেশের গ্রামের

(পড়তে পারেন। অনেকগুলি লাশ পড়ে আছে ফোন পেয়ে ছুটে এল পুলিশ! এসেই চোখ কপালে উঠল!)

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনাস্থলেও ১২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছজন মহিলা। প্রত্যেকের গুজরাটে ভাবনগরের বাসিন্দা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।

এই পথদুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করছেন। শোকপ্রকাশ করেছেন, মুখ্যমন্ত্রী অশোক গহলোতও ।

বন্ধ করুন