বাংলা নিউজ > ঘরে বাইরে > Missing Girls from Bengal: ২০২১ সালে বাংলা থেকে সবচেয়ে বেশি কিশোরী নিখোঁজ, NCRB রিপোর্ট, লজ্জায় মাথা হেঁট

Missing Girls from Bengal: ২০২১ সালে বাংলা থেকে সবচেয়ে বেশি কিশোরী নিখোঁজ, NCRB রিপোর্ট, লজ্জায় মাথা হেঁট

চা বাগান এলাকা থেকেও নারী পাচারের প্রবণতা থাকে। প্রতীকী ছবি  (MINT_PRINT)

বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এখানকার নারী সুরক্ষা নিয়ে নানা কথা বলা হয়। অন্যদিকে বিরোধীরা বার বার অভিযোগ তোলেন বাংলার মেয়েরা সুরক্ষিত নন। এবার প্রশ্ন এই যে এত বিপুল সংখ্যক কিশোরী তাদের কি পাচার করে দেওয়া হচ্ছে?

স্নেহাশিস রায়

নারী পাচার নিয়ে একেবারে উদ্বেগের ছবি সামনে এসেছে এবার। এককথায় বিস্ফোরক রিপোর্ট। ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এবার নারীদের নিখোঁজ সংক্রান্ত ব্যাপারে নতুন করে তথ্য় হাজির করেছে। আর তাতে যে সংখ্য়ার কথা বলা হচ্ছে তা নিঃসন্দেহে উদ্বেগের। এনসিআরবিকে উদ্ধৃত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শুধু ২০২১ সালে গোটা দেশে ১৮ বছরের উপরে ৩,৫৭,০৫৮ জন মহিলা নিখোঁজ হয়ে গিয়েছেন।

তথ্য বলছে ২০১৯-২০২১ সালের মধ্যে সবথেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছেন যে দুটি রাজ্য থেকে সেটা হল মধ্য়প্রদেশে ও মহারাষ্ট্র।

মধ্য়প্রদেশে ২০১৯ সালে ৫২,১১৯ জন মহিলা, ২০২০ সালে ৫২,৩৫৭জন মহিলা, ২০২১ সালে ৫৫,৭০৪জন মহিলা নিখোঁজ হয়ে গিয়েছেন। উদ্বেগের ছবি মহারাষ্ট্রে। সেখানে ২০১৯ সালে ৬৩,১৬৭জন, ২০২০ সালে ৫৮,৭৩৫জন, ২০২১ সালে ৫৬,৪৯৮জন মহিলা নিখোঁজ হয়ে যান।

তবে পশ্চিমবঙ্গের চিত্রটাও কার্যত ভয়াবহ। ১৮ বছরের নীচে ২০২১ সালে সব মিলিয়ে ৯০,১১৩জন কিশোরী নিখোঁজ হয়ে যায়। তার মধ্যে পশ্চিমবঙ্গে এই সংখ্য়া সবথেকে বেশি। বাংলা থেকে ১৮ বছেরর নীচে সবথেকে বেশি কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছে ২০২১ সালে। সেই সংখ্য়াটা হল ১৩,২৭৮জন।

সব মিলিয়ে গোটা দেশ জুড়ে ২০১৯-২০২১ সালের মধ্য়ে ১০,৬১,৬৪৮জন মহিলা নিখোঁজ হয়ে যান। আর সেই সময় কালের মধ্যে ২,৫১৪৩০জন কন্যা নিখোঁজ হয়ে যান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট রাজ্য সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে হবে। মহিলাদের উপর অত্যাচার হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

হিন্দুস্তান টাইমস বাংলার সংযোজন: বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এখানকার নারী সুরক্ষা নিয়ে নানা কথা বলা হয়। অন্যদিকে বিরোধীরা বার বার অভিযোগ তোলেন বাংলার মেয়েরা সুরক্ষিত নন। এবার প্রশ্ন এই যে এত বিপুল সংখ্যক কিশোরী তাদের কি পাচার করে দেওয়া হচ্ছে? উত্তরের চা বাগান এলাকা থেকে কিশোরী পাচারের নানা অভিযোগ সামনে আসে। তারপরেও কেন এনিয়ে পদক্ষেপ নেয় না পুলিশ প্রশাসন। এনসিআরবির রিপোর্টে বাংলার যে ছবি তুলে ধরা হয়েছে তা কার্যত বাংলার মাথা হেঁট করার পক্ষে যথেষ্ট। ২০২১ সালে বাংলা থেকে ১৮ বছেরর নীচে সবথেকে বেশি কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছে ২০২১ সালে। সেই সংখ্য়াটা হল ১৩,২৭৮জন। অন্যান্য রাজ্যের তুলনায় নাবালিকা নিখোঁজেও এগিয়ে বাংলা।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড় দুঃসংবাদ আসতেই থামল গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গীহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা আর মোবাইল আমদানি করবে না ভারত, সবই তৈরি হবে স্বদেশে: রিপোর্ট শিলাজিৎ-এর জন্মদিন, সেলিব্রেশনে হাজির হলেন কারা? সপ্তমীতে পুজো পরিক্রমায় বেরতেই ব্যারিকেড পুলিশের, মিছিল ঘিরে ধর্মতলায় অশান্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.