বাংলা নিউজ > ঘরে বাইরে > Holi: গায়ে রঙ দেওয়ার শাস্তি, অম্বাদাসের শরীর আগুনে জ্বালিয়ে দিল সাব্বির

Holi: গায়ে রঙ দেওয়ার শাস্তি, অম্বাদাসের শরীর আগুনে জ্বালিয়ে দিল সাব্বির

গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। প্রতীকী ছবি।

ঘটনার পরেই চিৎকার শুরু করে দেন অম্বাদাস। স্থানীয়রা কোনওরকমে তাকে রক্ষা করে। এরপর তাকে উদ্ধার করে একের পর এক হাসপাতালে নিয়ে যায়। শেষ পর্যন্ত হায়দরাবাদের ওসমানিয়া হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই যুবক।

তেলেঙ্গানায় ভয়াবহ ঘটনা। তেলেঙ্গানার মেদাক জেলায় এক ব্য়ক্তিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। হোলি খেলার সময় বৃহস্পতিবার এই ঘটনা।  কারণ হিসাবে জানা গিয়েছে ওই ব্যক্তি অপর এক ব্যক্তিকে রঙ দিয়েছিলেন। সেই রাগেই তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

বুরি অম্বাদাস নামে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ জ্বলে গিয়েছে। তার মাথায়, কাঁধে, হাত আগুনে পুড়ে গিয়েছে। তার শরীরের প্রায় ৩৪ শতাংশ পুড়ে গিয়েছে। তবে বর্তমানে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। 

এদিকে পুলিশ ইতিমধ্য়েই এনিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। তাকে জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

ঠিক কী হয়েছিল ঘটনাটি? 

সূত্রের খবর, অভিযুক্ত ও অভিযোগকারী দুজনেই একই এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই তাদের একে অপরের সঙ্গে পরিচয় রয়েছে। এদিকে সকাল ১১টা নাগাদ বন্ধুদের সঙ্গে তারা নদীতে স্নান করতে যাচ্ছিলেন। এমন সময় সাব্বিরও আসছিল।বাইকে চেপে সে আসছিল।  এদিকে সেই সময় সাব্বিরকে রঙ মাখানোর জন্য় যায় অম্বাদাস। এরপর সাব্বির এক বোতল পেট্রল তার গায়ে ঢেলে দেয়। তারপর তাকে আগুন ধরিয়ে দেয়।  আসলে অম্বাদাসের কাছেই পেট্রলটি ছিল। সে জমির দিকে যাচ্ছিল। আর দেশলাইটা ছিল সাব্বিরের কাছে। সাব্বির সেই দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ।

এদিকে ঘটনার পরেই চিৎকার শুরু করে দেন অম্বাদাস। স্থানীয়রা কোনওরকমে তাকে রক্ষা করে। এরপর তাকে উদ্ধার করে একের পর এক হাসপাতালে নিয়ে যায়। শেষ পর্যন্ত হায়দরাবাদের ওসমানিয়া হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। 

পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কেন সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না সেটাও দেখা হচ্ছে. তবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য় ছড়িয়েছে। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি মোকাবিলা করে।  

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন