বাংলা নিউজ > ঘরে বাইরে > তোমরা চাইলে বিকিনি পর, আমি চাই হিজাব পরিহিতা ভারতের প্রধানমন্ত্রী হোক-ওয়েইসি

তোমরা চাইলে বিকিনি পর, আমি চাই হিজাব পরিহিতা ভারতের প্রধানমন্ত্রী হোক-ওয়েইসি

আসাদউদ্দিন ওয়েইসি (ANI)

কিশোরী ও তরুণীদের জোর করে হিজাব পরানো হয়ে বলে অনেকের দাবি। এই প্রসঙ্গে কিছুটা মজা করে উত্তর দিয়েছেন ওয়েইসি। তাঁর কথায়, একবার হায়দরাবাদে এসে দেখুন। সবচেয়ে খারাপ ভাবে গাড়ি চালায় আমাদের বোনেরা। ওদের গাড়ির পেছনে গাড়ি লাগাতে যাবেন না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি ড্রাইভারদের সতর্ক থাকতে বলি। একবার মোটরসাইকেলে ওদের পিছনে বসলে বুঝতে পারবেন।

হিজাব ইস্যুতে রীতিমত ফ্রন্টফুটে AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। একদিন ভারতে কোনও হিজাব পরিহিতা প্রধানমন্ত্রী হবে বলে তিনি স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন এই বিতর্কিত সাংসদ। একই সঙ্গে হিজাব ব্যানের যারা পক্ষে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট কথা, ‘আপনারা বিকিনি পরুন, কে মানা করছে, আমরা কী করছি তাই নিয়ে মাথাব্যথা কেন’। 

কর্ণাটকের হিজাব ব্যান নিয়ে সুপ্রিম কোর্ট যে বিভক্ত রায় দিয়েছে সেই নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছিলেন ওয়েইসি। কিশোরী ও তরুণীদের জোর করে হিজাব পরানো হয়ে বলে অনেকের দাবি। এই প্রসঙ্গে কিছুটা মজা করে উত্তর দিয়েছেন ওয়েইসি। তাঁর কথায়, ‘একবার হায়দরাবাদে এসে দেখুন। সবচেয়ে খারাপ ভাবে গাড়ি চালায় আমাদের বোনেরা। ওদের গাড়ির পেছনে গাড়ি লাগাতে যাবেন না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি ড্রাইভারদের সতর্ক থাকতে বলি। একবার মোটরসাইকেলে ওদের পিছনে বসলে বুঝতে পারবেন’। এখন কি আর আদৌ কোনও মহিলাকে ভয় দেখানো যায়, সেই প্রশ্ন করেছেন তিনি। 

ওয়েইসি বলেন যে যখন ক্লাসরুমে হিন্দু, শিখ ও ক্রীষ্টধর্মের লোকেরা নিজেদের ধর্মীয় পোশাক পরতে পারেন ও মুসলিমরা পরতে পারেন না, তখন তারা মনে করবে মুসলিমরা আমাদের নিচে। এআইএমআইএম নেতা বলেন, যে অনেকের শরীর খারাপ হয়ে যায় যখন আমি বলি যে একদিন হিজাব পরিহিতা প্রধানমন্ত্রী হবে'। ওয়েইসির কথায়, ‘তিনি কেন এটা বলবেন না। এতে ভুল কি। আপনারা বলছেন যে হিজাব না পরতে। তাহলে কি পরব।বিকিনি। আপনার সেটা পরার অধিকার আছে। আপনারা কেন চান যে আমাদের মেয়েরা হিজাব খুলে ফেলুক ও আমি দাড়ি কামিয়ে ফেলি’। তবে বিজেপির সিটি রবির মতে ওয়েইসির মতো উগ্রপন্থী মানসিকতাকে মেনে নেবে না দেশ। তিনি প্রশ্ন করেন যে তাহলে কি ওয়েইসি তালিবানি মানসিকতাকে সমর্থন দেন। 

 

বন্ধ করুন