বাংলা নিউজ > ঘরে বাইরে > India vs Canada row: খলিস্তান ইস্যুতে কানাডার ভিসা পাবেন না ভারতীয়রা? দিল্লি যেতে দেবে? রইল সব উত্তর

India vs Canada row: খলিস্তান ইস্যুতে কানাডার ভিসা পাবেন না ভারতীয়রা? দিল্লি যেতে দেবে? রইল সব উত্তর

ভারতের অনেক পড়ুয়া ও তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী কানাডায় যান। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই ও প্রতীকী ছবি, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একেবারে সরাসরি দায় না চাপালেও কার্যত সেটাই স্পষ্ট করে দিয়েছেন। তারপরই কড়া পদক্ষেপ করেছে ভারত। কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি।

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার মৃত্যু নিয়ে ভারত ও কানাডার যে সংঘাত শুরু হয়েছে, তা থামার কোনও লক্ষণ নেই। বরং দু'দেশের মধ্যে উত্তরোত্তর বাড়ছে সংঘাত। সেই পরিস্থিতিতে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। সেই পরিস্থিতিতেত কানাডায় যেতে চাওয়া ভারতীয় পড়ুয়া ও তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মীদের কিছুটা দোটানায় পড়েছেন। তবে দোটানার কিছু নেই। ভিসা সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে।

১) কানাডায় বসবাসকারী কানাডিয়ানরা কি ভারতে আসার জন্য নতুন করে ভিসার আবেদন করতে পারবেন? 

না। যাঁদের ইতিমধ্যে ভিসা আছে, তাঁদের ছাড়া নতুন করে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রেখেছে ভারত।

২) ভারতে থাকা ভারতীয়রা কি কানাডায় যেতে পারবেন? 

আপাতত কানাডায় যেতে পারবেন ভারতীয়রা। কারণ আপাতত ভারতীয়দের ভিসা প্রদানের উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি কানাডা।

৩) কর্মসূত্রে বা ব্যবসার কারণে ভারতে আসতে পারবেন কানাডার নাগরিকরা?

হ্যাঁ। ইতিমধ্যে কানাডার যে নাগরিকদের কাছে ভারতীয় ভিসা আছে, তাঁরা ভারতে আসতে পারবেন। বাকিরা পারবেন না। কারণ সবক্ষেত্রেই কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রেখেছে ভারত।

৪) ভারতীয় ভিসা বা 'ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া' কার্ড থাকা কানাডিয়ানরা কি ভারতে আসতে পারবেন? 

হ্যাঁ। ইতিমধ্যে যাঁদের বৈধ ভিসা আছে, সেই কানাডিয়ানরা ভারতে আসতে পারবেন। বৃহস্পতিবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া' কার্ড থাকা কানাডিয়ানরা ভারতে আসতে পারবেন।

আরও পড়ুন: Canada spying on Indian diplomats: কী কথা হচ্ছে ভারতীয়দের কর্তাদের? পাতা হয়েছিল আড়ি, স্বীকার খোদ কানাডার অফিসারের- রিপোর্ট

৫) প্রবাসী কানাডিয়ানরা কি ভারতে ভিসার জন্য আবেদন করতে পারবেন?

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কানাডার কোনও নাগরিক যদি বিদেশেও (অর্থাৎ কানাডার বাইরে অন্য কোনও দেশে) থাকেন, তাহলে তাঁকে আপাতত ভারতীয় ভিসা দেওয়া হবে না। তাঁরা ভিসার আবেদন করতে করতে পারবেন না বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

৬) কানাডার যে নাগরিকরা আপাতত ভারতে আছেন, তাঁদের উপর কি কোনও প্রভাব পড়বে? 

না। ওই কানাডিয়ানদের ভিসা বৈধ থাকবে। নিজেদের ভিসার ক্যাটেগরি অনুযায়ী, তাঁরা ভিসার মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে পারবেন।

৭) ভারতীয় পড়ুয়ারা কি কানাডার বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে পারবেন?

আপাতত কানাডার বিশ্ববিদ্যালয়ে ভরতির ক্ষেত্রে ভারতীয় পড়ুয়াদের উপর কোনওরকম বিধিনিষেধ আরোপ করেনি অটোয়া।

৮) আমি একজন ভারতীয় পড়ুয়া (তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীও হতে পারেন)। আমি কি কানাডায় যেতে পারব?

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত থেকে কোনও পড়ুয়া, তথ্যপ্রযুক্তি সংস্থা-সহ কোনও ভারতীয়দের কানাডায় যাওয়ার উপর বিধিনিষেধ নেই। তবে কানাডায় যে ভারতীয়রা আছেন, তাঁদের জন্য ইতিমধ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে সাউথ ব্লক।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘যেভাবে কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক-মদতপুষ্ট ঘৃণামূলক ঘটনা ও হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই পরিস্থতিতে সেখানে বসবাসকারী সকল ভারতীয় এবং কানাডায় যাওয়ার পরিকল্পনা করা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: Canada spying on Indian diplomats: কী কথা হচ্ছে ভারতীয়দের কর্তাদের? পাতা হয়েছিল আড়ি, স্বীকার খোদ কানাডার অফিসারের

ঘরে বাইরে খবর

Latest News

বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল সৌমিত্রের দলকে গোহারান হারিয়েছিলেন! জন্মদিনে রইল সত্যজিতের ক্রিকেটপ্রেমের গল্প 'ওর কোনও দোষ নেই', T20 বিশ্বকাপে রিঙ্কুকে না রাখার আসল কারণ ফাঁস করলেন রোহিতরা '৩০০ পার অসম্ভব' বিজেপির ৪০০ পার নিয়ে জোর ঠাট্টা করলেন শশী থারুর 'মাধ্যমিকে সেকেন্ড ডিভিশনে পাশ করি', পর্দার ডাঃ সূর্য কলেজের গণ্ডি পার করেননি! কংগ্রেসের সমালোচনা করলেই পরীক্ষায় 'পুরো নম্বর', বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ‘‌শুভেন্দুর থেকে শেখা উচিত’‌, দলের নেতার বিরুদ্ধে বিদ্রোহ চরমে তুললেন কুণাল জলের খোঁজে নাকা পয়েন্টে তল্লাশি চালাল রামলাল, আতঙ্কে তটস্থ খোদ পুলিশ, তারপর… বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গঙ্গাভাঙনে উদ্বাস্তু পরিবারের ৪০টি বাড়ি, মৃত্যু মহিলার ‘সিংঘম এগেইন’-এর সেটে ভক্তের থেকে সারপ্রাইজ পেলেন দীপিকা, জানেন কী ছিল সেই গিফট

Latest IPL News

বড় সমস্যার সামনে CSK! টিমের একাধিক বোলারের পরের ম্যাচ খেলা অনিশ্চিত, চিন্তায় দল KKR-এর জন্য বড় ধাক্কা! দেশে ফিরলেন নাইটদের তারকা বিদেশি ক্রিকেটার LSG-র কাছে ম্যাচ হেরেও মন জিতলেন বুমরাহ! খুদে ভক্তের হাতে তুলে দিলেন বিশেষ উপহার কেরল থেকে উঠে এসে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন…কেন একথা বললেন সঞ্জু স্যামসন? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.