বাংলা নিউজ > ঘরে বাইরে > Savarkar Row: 'যেদিন আরএসএস-বিজেপি আমাদের নেতাদের নিয়ে মিথ্যাচার বন্ধ করবে...', সাভারকর ইস্যুতে কী বললেন রমেশ?

Savarkar Row: 'যেদিন আরএসএস-বিজেপি আমাদের নেতাদের নিয়ে মিথ্যাচার বন্ধ করবে...', সাভারকর ইস্যুতে কী বললেন রমেশ?

কংগ্রেস নেতা জয়রাম রমেশ. (PTI) (HT_PRINT)

বিজেপির শিবরাজ সিং চৌহানের শাসনাধীন মধ্যপ্রদেশে পা রেখে সংবাদিকদের মুখোমুখি হয়ে জয়রাম রমেশ বলেন, ‘ সাভারকরের চ্যাপ্টার ক্লোজড। যেদিন আমেদের নেতাদের নিয়ে ওরা (বিজেপি) মিথ্যাচার বন্ধ করবে, সেদিন আমরা আরএসস বিজেপি নেতাদের নিয়ে সত্যিটা বলব।’

অনীশ ইয়ান্ডে

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে পা রেখে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। সেখানে হিন্দুত্ব ইস্যুতে কোনও মন্তব্য করার থেকে বিরত রইলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জরাম রমেশ। সেখানে সাবারকর ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সাভারকরের চ্যাপ্টার ক্লোজড’।

বিজেপির শিবরাজ সিং চৌহানের শাসনাধীন মধ্যপ্রদেশে পা রেখে সংবাদিকদের মুখোমুখি হয়ে জয়রাম রমেশ বলেন, ‘ সাভারকরের চ্যাপ্টার ক্লোজড। যেদিন আমেদের নেতাদের নিয়ে ওরা (বিজেপি) মিথ্যাচার বন্ধ করবে, সেদিন আমরা আরএসস বিজেপি নেতাদের নিয়ে সত্যিটা বলব।’ মধ্যপ্রদেশের বপরহানপুরে এদিন বক্তব্য রাখছিলেন জয়রাম রমেশ। প্রসঙ্গত, বিজেপি ক্রমাগত কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরছে। বহু বিজেপি নেতারাই দেশভাগ, কাশ্মীর ইস্যুতে জওহরলাল নেহরুরের পদক্ষেপ নিয়ে নানন মন্তব্য করেছেন। এদিকে, রাহুল গান্ধী এক মন্তব্যে দাবি করেছেন, সাভারকর ক্ষমা চেয়ে একটি মার্সি পিটিশন ব্রিটিশ সরকারের কাছে দায়ের করছিলেন। রাহুল কার্যত ইঙ্গিত করেন, সাভরকরের ওই পদক্ষেপ নেহরু ও বল্লভভাই প্যাটেলের বিরুদ্ধে গিয়েছিল। এদিকে,সাভরকর ইস্যুতে রাহুলের মন্তব্যের পর মহারাষ্ট্রের শিবসেনার উদ্ধব ক্যাম্প কংগ্রেসকে জোটে ফাটলের বিষয়ে সতর্ক করেছে সদ্য। বিষয়টি নিয়ে তুঙ্গে গিয়েছে বিতর্ক। 

এদিকে, আজকের প্রেস ব্রিফিংয়ে জয়রাম রমেশের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি প্রসঙ্গ তোলেন গেরুয়া শিবিরের হিন্দুত্ব ইস্যু নিয়ে। তিনি বলেন, যা সনাতন ধর্ম যা বলে থাকেন হিন্দুরা, তা হিন্দুত্ব শেখায়। দিগ্বিজয় সিং প্রশ্ন তোলেন, ‘ধর্মের নামে হিংসা ছড়ানো কি সনাতন ধর্মের ঐতিহ্য?’ তিনি বলেন, ‘এই কারণেই হিংসাকে আমরা প্রেম ও ধর্মীয় ঐক্যে রূপান্তরিত করতে চাইছি।’ 

 

 

 

 

 

 

বন্ধ করুন