বাংলা নিউজ > ঘরে বাইরে > মাদক পাচার রুখতে গিয়ে সেনা-পুলিশের হাতে হেনস্থা, অভিযোগ কাশ্মীরী অ্যাথলিটের

মাদক পাচার রুখতে গিয়ে সেনা-পুলিশের হাতে হেনস্থা, অভিযোগ কাশ্মীরী অ্যাথলিটের

কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে নিগ্রহ ও হেনস্থার অভিযোগ করলেন জাতীয় পর্যায়ের অ্যাথলিট নিঘাত বশির। 

জাতীয় অ্যাথলিটের অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী।

মাদক চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় সেনাবাহিনী ও পুলিশের হাতে হেনস্থা হওয়ার অভিযোগ তুললেন জাতীয় পর্যায়ের কাশ্মীরি মহিলা অ্যাথলিট।

কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের সীলু অঞ্চলের বাসিন্দা জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা ক্যারাটেকা নিঘাত বশিরের অভিযোগ, স্থানীয় ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর থেকেই তাঁর জীবনে সমস্যা তৈরি হয়েছে। 

নিঘাতের দাবি, তাঁর এক ভাই মাদকাসক্ত হয়ে পড়লে স্থানীয় মাদক মাফিয়ার বিরুদ্ধে তিনি অভিযোগ জানান। তার জেরে সোপোরে ড্রাগ চক্রের ঘাঁটিতে হানা দিয়ে এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তার পরে গত মঙ্গলবার রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে নিঘাতের দুই তুতো ভাইকে মারধর করে ভারতীয় সেনাবাহিনী। খোঁজ করা হয় অ্যাথলিটের বাবাকেও। 

নিঘাতের অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁর এক আত্মীয়কে হেনস্থা করেন সেনাবাহিনীর এক মেজর। তিনি জানিয়েছেন, ‘আমি চিৎকার করলে মেজর হুমকি দেন যে, তাঁর বন্দুকের সব গুলি নিঘাতের শরীরে বিঁধিয়ে দেবেন। ওঁরা বাড়ির আলমারি-সহ আসবাবপত্র ভাঙচুর করেন। ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি কী ভুল করেছি?’

সোশ্যাল মিডিয়ায় তছনছ করা বাড়ির ছবি পোস্ট করে নিঘাত প্রশ্ন তুলেছেন, ‘কেন আমাকে হুমকি দেওয়াহল, তার জবাব চাই। ভারতের প্রতিনিধিত্ব করে কি আমার এমন আচরণ পাওয়া উচিত? যদি অ্যাথলিটদের এই পরিণতি হয় তা হলে সাধারণ মানুষের ভাগ্যে কী রয়েছে?’

শনিবার তিনি ফের অভিযোগ করেঠছেন যে, শ্রীনগরের হাসপাতালে ভাইকে নিয়ে যাওয়ার পথে টাপ্পর পাঠান এলাকায় তাঁকে ফের হেনস্থা করেন সেনাবাহিনীর সদস্যরা। নিঘাতের দাবি, ‘ওরা আমাদের হেনস্থা করার সময় উপস্থিত অফিসার জানান, যারাই ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যাবে, তার ভাগ্যেই এমন ঘটবে। ওরা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আমি সেখানে কিছু পোস্ট করতে পারছি না।’

নিরাপত্তার অভাবে ভুগছে বলে কেন্দ্রীয় সরকারের কাছে অ্যাথলিটের দাবি, ‘প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের গোটা পরিবার আতঙ্কগ্রস্ত। কেউ অনুসন্ধানও করছে না।’

জাতীয় অ্যাথলিটের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা মুখপাত্র রাজেশ কালিয়া জানিয়েছেন, ‘অসামরিক ব্যক্তির সম্পত্তি নষ্ট করার ঘটনায় কোনও সেনা সদস্য জড়িত নন। এই অভিযোগ ভিত্তিহীন।’

পাশাপাশি, সোপোর পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট জাভেদ ইকবাল জানিয়েছেন, ‘সীলুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চলে। ওঁর বাড়ি তল্লাশি এলাকার বাইরে ছিল। তবে ওঁর ভাইদের বাড়ি তল্লাশির আওতায় ছিল। ওঁর এক আই ভিডিয়ো বার্তায় মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। ওঁর অভিযোগ সত্যি নয়।’

শুধু তাই নয়, জাতীয় অ্যাথলিট নিঘাত বশিরের অভিযোগের পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন এসএসপি।

 

ঘরে বাইরে খবর

Latest News

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, জেনে নিন এই সম্পর্কিত ১০টি বিষয় আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের ‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের

Latest IPL News

আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.