বাংলা নিউজ > ঘরে বাইরে > Hostel Food: কী অবস্থা! ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের খাবারে আস্ত ব্যাঙ, নেটপাড়ায় হইচই, জবাব দিল কর্তৃপক্ষ

Hostel Food: কী অবস্থা! ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের খাবারে আস্ত ব্যাঙ, নেটপাড়ায় হইচই, জবাব দিল কর্তৃপক্ষ

ব্যাঙ। প্রতীকী ছবি

একজন লিখেছেন ঠিক কোন সময়ে আমি হস্টেলের খাবারে ব্লেড পাব এটা একটু বলুন। অপর একজন লিখেছেন সরকারি হস্টেলে ক্যান্টিনের খাবার একেবারে খারাপ। তবে বেসরকারি হস্টেলে ফাইভ স্টার খাবার দেয়।

ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে ( KIIT) একেবারে উদ্বেগের ব্যাপার। হস্টেলের খাবারে মৃত ব্যাঙ পাওয়া গিয়েছে বলে খবর। আর তারপর থেকেই একেবারে তুমুল শোরগোল। সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল এক্সে এক ব্য়ক্তি সেই ঘটনা শেয়ার করেছেন। আর তারপর থেকেই অনেকেই এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কীভাবে খাবারের মধ্য়ে ব্যাঙ গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

এদিকে এক্স প্লাটফর্মে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ১৭.৫ লাখ টাকা খরচ করা হয়। আর সেখানে এই ঘটনা কেন হবে? সেখানে লেখা হয়েছে, কেন উন্নত পড়াশোনার জন্য ও সুযোগ সুবিধার পড়ুয়ারা বিদেশে চলে যায় এতদিনে সেটা বোঝা গেল। তবে অনলাইনে ওই ছবি শেয়ার করতেই একেবারে হইচই পড়ে যায়। কারণ অনেকেরই মতে. বাবা মা বেশ কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদের ইঞ্জিনিয়ার তৈরির চেষ্টা করছেন। এত লক্ষ টাকা খরচ করছেন। আর সেখানে খাবারের মধ্য়ে ব্যাঙ কেন থাকবে?

 

এই ছবি দেখে শিউরে উঠেছেন নেট নাগরিকরা। আরিয়ান্স নামে ওই ব্য়ক্তি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা হল কেআইটি ভুবনেশ্বর। ৪২ তম জায়গায় রয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ার জন্য বাবা মায়েরা তাঁদের সন্তানদের এখানে পাঠান। খরচ করেন ১৭.৫ লাখ টাকা। আর সেই কলেজের হস্টেলে এমন খাবার পরিবেশন করা হয়। এবার ভেবে দেখুন কেন পড়ুয়ারা সব বিদেশে চলে যেতে বাধ্য হয়।

সেই ছবিতে দেখা যাচ্ছে একটা খাবারকে প্লেটের বাইরে ফেলা হয়েছে। আর সেখানে একটা মরা ব্যাঙ রয়েছে।

তবে বিষয়টি জানার পরে কর্তৃপক্ষ মেস পরিষেবা যারা দেন তাদের কাছ থেকে একদিনের পরিষেবা বাবদ যে টাকা হয় সেটা বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই টুইট দেখে একজন লিখেছেন ঠিক কোন সময়ে আমি হস্টেলের খাবারে ব্লেড পাব এটা একটু বলুন। অপর একজন লিখেছেন সরকারি হস্টেলে ক্যান্টিনের খাবার একেবারে খারাপ। তবে বেসরকারি হস্টেলে ফাইভ স্টার খাবার দেয়। অপর একজন লিখেছেন এখানে ২২ লাখ টাকা পড়তে নেয়।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল 'মানসিক সুস্থতা কামনা করি...' বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ কী হল কোয়েলের? বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ভাগ্য ঝুলে পাকিস্তানের হাতে! অজিদের বিরুদ্ধে হারের পর হরমনপ্রীতের গলায় হতাশা… 'সবকটি পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে', ডাক্তারদের নিয়ে বিস্ফোরক TMC নেতা কথা কাটাকাটি থেকে গালাগালি, এরপর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীকে মারধর BJP সাংসদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.