শখের ল্যাম্বরগিনি, নাম শুনলেই চোখের সামনে একটি স্টাইলিশ স্পোর্টস কারের ছবি ভেসে ওঠে। দেশের অন্যতম বিখ্যাত গাড়ির কোম্পানি ল্যাম্বরগিনি। গাড়িটি তার সুপারডুপার গতির জন্য পরিচিত। দেশের তরুণ-তরুণীদের মধ্যে এই গাড়ির প্রতি আলাদা ক্রেজ রয়েছে। অনেক গানও তৈরি হচ্ছে এই গাড়ি নিয়ে। একজন সাধারণ বেকার যুবকও এই গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন। যদিও গাড়িটির দাম প্রায় ৪ কোটি টাকা থেকে শুরু।
আর যদি কেউ এই গাড়িতে আগুন দেয়? সত্যিই তাই ঘটেছে। ধার করা টাকা পরিশোধ না করায় ক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি এক ব্যবসায়ীর কোটি টাকা মূল্যের একটি স্পোর্টস করে আগুন লাগিয়ে দিয়েছে বলে খবর। এই ঘটনাটি তেলাঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলার বাদাংপেটে ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দুষ্কৃতিররা যে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, তা ছিল একটি সেকেন্ড-হ্যান্ড বিলাসবহুল হলুদ রঙের ল্যাম্বরগিনি স্পোর্টস কার। এই ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে আফসোস করছেন নেটিজেনরাও।
- পুড়ে গিয়েছে কোটি টাকার ল্যাম্বরগিনি
এদিকে, ঘটনার বিষয়ে পাহাড়ীশরীফ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নরসিংহের ব্যবসায়ী নীরজ একটি সেকেন্ড-হ্যান্ড ল্যাম্বরগিনি স্পোর্টস কার কিনেছিলেন। আসলে পুরনো গাড়ি কেনাবেচারই ব্যবসা তাঁর। গাড়িটি ২০০৯ মডেলের ডিএলজিরোনয় সিভি ৩৬৩৬ (DL09 CV 3636)। বর্তমানে এই পুরোনো গাড়ির দাম হবে প্রায় ১ কোটি টাকা। এই গাড়িটিই কিনে তিনি বিক্রি করার জন্য নিজের বন্ধুদের সাহায্য চেয়েছিলেন। এরপর মূল অভিযুক্ত মালিকের এক বন্ধুকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলেছিলেন। ১৩ এপ্রিল সন্ধ্যায় হায়দ্রাবাদের উপকণ্ঠের মামিদিপল্লী রোডে গাড়িটি আনা হলে, তিনি আরও কয়েকজনের সাথে পেট্রোল ব্যবহার করে এটি পুড়িয়ে দিয়েছেন।
দাবি উঠেছে, এই গাড়ির মালিক নাকি তাঁর কাছ থেকে ৮০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই ঋণ ফেরত না দেওয়ায় ক্ষোভে পড়ে অভিযুক্তরা এই অন্যায় কাজটি করেছেন। গাড়িতে আগুন লেগেছে দেখে ভুক্তভোগী ব্যবসায়ী নিজেই পুলিশকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। খবর পেয়ে পাহাড় শেরিফ পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছালেও কোনও লাভ হয়নি। তার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। মহেশ্বরমের এসিপি পি. লক্ষ্মীকান্ত রেড্ডি, হিল শেরিফ ইন্সপেক্টর গুরুভা রেড্ডি, এসএসআই মধুসূদন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পাহাড় শরীফ থানায় ৪৩৫ আইপিসি এর অধীনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে খবর মিলেছে।