সরস্বতী পুজোর তিথি শেষ হতেই ৬ ফেব্রুয়ারি সকালে এল দুঃসংবাদ। এদেশ যাঁকে 'সুরের সরস্বতী' বলে জানে, সেই লতা মঙ্গেশকরের প্রয়াণ বার্তা কার্যত গোটা দেশকে শোকস্তবদ্ধ করেছে। সঙ্গীতজগত যখন তাঁর মহাতারকাকে হারিয়ে শোকে বিহ্বল, তখন একই শোকের রেশ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক আঙিনাতেও। লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর আসতেই এদিন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ঘিরে বড়সড় কর্মসূচি পিছিয়ে দিল বিজেপি।
যোগী রাজ্যে ভোট ঘিরে আজই ছিল বিজেপির ইস্তেহার প্রকাশের কর্মসূচি। সেই উপলক্ষ্যে লখনউতে উপস্থিত হন বিজেপির 'চাণক্য' তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যরা। তবে রাষ্ট্রীয় শোকের এমন দিনে বিজেপি নিজের ইস্তেহার প্রকাশ থেকে পিছিয়ে আসে। রবিবার সকালে লখনউতে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে ২ মিনিটের নীরবতা পালন করেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ সহ বিশিষ্টরা।
উল্লেখ্য, লোককল্যাণ সংকল্প নামের এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান ঘিরে আগেই ৬ ফেব্রুয়ারি দিনটিকে স্থির করে রেখেছিল উত্তরপ্রদেশ-বিজেপি। ভোট প্রচারে পারদ চড়িয়ে এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান ঘিরে লখনউতে পা রাখেন অমিত শাহ। ইস্তেহার প্রকাশ উপলক্ষ্য়ে দলের একাধিক হেভিওয়েট এদিন সকাল থেকেই জড়ো হয়েছিলেন লখনউতে বিজেপি অফিসে। এদিকে, সব কিছু যখন স্থির, তখনই আসে দেশের সুর সম্রাজ্ঞীর প্রয়াণ বার্তা। এরপর কার্যত শেষ মুহূর্তে ইস্তেহার প্রকাশ পর্ব পিছিয়ে দেওয়া র ঘোষণা করে বিজেপি। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হলেও, উত্তরপ্রদেশ নির্বাচন ঘিরে বিজেপির বাকি কর্মসূচি ও ভোট পর্বের প্রচার একইভাবে চলতে থাকবে।