বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘নিয়ম মেনে বিমানের রক্ষণাবেক্ষণ করছে না ইন্ডিগো’, বিস্ফোরক চিঠি টেকনিশিয়ানদের

‘নিয়ম মেনে বিমানের রক্ষণাবেক্ষণ করছে না ইন্ডিগো’, বিস্ফোরক চিঠি টেকনিশিয়ানদের

‘নিয়ম মেনে বিমানের রক্ষণাবেক্ষণ করছে না ইন্ডিগো’, বিস্ফোরক চিঠি টেকনিশিয়ানদের সংগঠনের (PTI)

চিঠিতে লেখা হয়, ‘আপনারা যে অপারেটরদের কাছে আপনার বিমান লিজ দিয়েছেন তারা রক্ষণাবেক্ষণের আদর্শ পদ্ধতি অনুসরণ করছেন না। গত চার দিন ধরে কর্মীরা ধর্মঘটে আছেন এবং এখনও তাঁরা যথাযথ রক্ষণাবেক্ষণ ছাড়াই বিমানটি ওড়াচ্ছেন। এমনকি তারা নির্ধারিত রক্ষণাবেক্ষণ পিছিয়ে দিচ্ছেন।’

বিমান প্রস্তুতকারক এয়ারবাসকে একটি চিঠি লিখে অল ইন্ডিয়া এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান অভিযোগ করে যে তাঁদের সংস্থা স্ট্যান্ডার্ড রক্ষণাবেক্ষণ পদ্ধতি অনুসরণ করছে না। এর জেরে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। জানা গিয়েছে, গত ১২ জুলাই এই চিঠি লেখা হয়েছিল। চিঠিতে লেখা হয়, ‘আপনারা যে অপারেটরদের কাছে আপনার বিমান লিজ দিয়েছেন তারা রক্ষণাবেক্ষণের আদর্শ পদ্ধতি অনুসরণ করছেন না। গত চার দিন ধরে কারিগরি কর্মীরা ধর্মঘটে আছেন এবং এখনও তাঁরা যথাযথ রক্ষণাবেক্ষণ ছাড়াই বিমানটি ওড়াচ্ছেন। এমনকি তারা নির্ধারিত রক্ষণাবেক্ষণ পিছিয়ে দিচ্ছেন।’

তারা আরও উল্লেখ করেছে যে ভুল রক্ষণাবেক্ষণ আন্তর্জাতিক বাজারে এয়ারবাসের ভাবমূর্তির উপর বড় প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির জন্য দায়ী কিছু এয়ারলাইন কর্মকর্তাদের নাম উল্লেখ করে প্রযুক্তিবিদরা বলেছেন, ‘তাঁরা আপনাদের বিমানের রক্ষণাবেক্ষণের মানকে কমিয়ে দিয়েছে। বিমানের অনুপযুক্ত পরিচালনার জন্য আপনি সরাসরি তাদের প্রশ্ন করতে পারেন।’ তবে ইন্ডিগো এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে সব অস্বীকার করেছে। সংস্থার তরফে বলা হয়, ‘ইন্ডিগো বিমান রক্ষণাবেক্ষণের সর্বোচ্চ মান অনুসরণ করে এবং সমস্ত নিয়ন্ত্রক নিয়ম মেনে চলে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে।’

এদিকে জানা গিয়েছে, আজ সকালেই হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমান করাচিতে অবতরণ করে। বিমানটি শারজাহ থেকে হায়দরাবাদ আসছিল। যাত্রাপথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই সময় বিমানের পাইলট করাচিতে অবতরণ করার সিদ্ধান্ত নেন। পরে করাচিতে ইন্ডিগো একটি বিশেষ বিমান পাঠানো হয়। যাত্রীদের সেই বিমানে করেই হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। বিমানের সব যাত্রীরা নিরাপদ আছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইন্ডিগোর যে বিমানটি করাচিতে অবতরণ করে সেটি এয়ারবাস এ৩২০। তাতে ১২৫ জন যাত্রী ছিলেন।

বন্ধ করুন