কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এবং ন্যাশানাল কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের ৫-১০% শেয়ার বিক্রি করার পরিকল্পনা রয়েছে। উক্ত প্রতিবেদনে সূত্রের দাবি, রেল মন্ত্রকের অধীনস্থ লিস্টেড ইউনিট-সহ মোট ৫টি সংস্থার নাম আপাতত স্থির করা হয়েছে।
1/5কোল ইন্ডিয়া-সহ কিছু সংস্থায় নিজের অংশীদারিত্ব বিক্রি করতে পারে কেন্দ্র সরকার। মোট ৫টি সংস্থার একটি তালিকা করা হচ্ছে। তাতে কম সংখ্যক শেয়ার বিক্রি করা হতে পারে। ব্লুমবার্গে প্রকাশিত রিপোর্টে এমনই প্রকাশিত হয়েছে। ফাইল ছবি: এএনআই (ANI)
2/5চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে শেয়ার বাজার চাঙ্গা করতে এবং রাজস্ব বাড়াতে কোল ইন্ডিয়া এবং হিন্দুস্তান জিঙ্ক-সহ সরকারি সংস্থাগুলির স্বল্প সংখ্যক শেয়ার বিক্রি করা হতে পারে। ফাইল ছবি: এপি (ANI)
3/5ব্লুমবার্গ জানিয়েছে যে, কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এবং ন্যাশানাল কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের ৫-১০% শেয়ার বিক্রি করার পরিকল্পনা রয়েছে। উক্ত প্রতিবেদনে সূত্রের দাবি, রেল মন্ত্রকের অধীনস্থ লিস্টেড ইউনিট-সহ মোট ৫টি সংস্থার নাম আপাতত স্থির করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (ANI)
4/5ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, বর্তমান বাজার দরে শেয়ার বিক্রি করলে, খুব কম হলেও সরকারের ঘরে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ঢুকতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬,৫০০ কোটি টাকা। ফাইল ছবি: রয়টার্স (ANI)
5/5প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ব সংস্থার অংশীদারিত্ব বিক্রির মাধ্যমে ৬৫,০০০ কোটি টাকা তোলার লক্ষ্য স্থির করেছিল কেন্দ্র। মার্চের সেই বাজেট লক্ষ্য অবশ্য এক-তৃতীয়াংশের বেশি পূরণ হয়নি। মে মাসে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের(LIC) আইপিও থেকে ২.৭ বিলিয়ন মার্কিন ডলার তুলেছিল মোদী সরকার। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (ANI)